রুশ হামলার বলি ২ হাজারের বেশি মানুষ, ইউক্রেনে ধ্বংস একাধিক বাড়ি থেকে হাসপাতাল

রাশিয়ার সামরিক অভিযানের ধাক্কায় পুরো চিত্রটা মুহুর্তে যেন বদলে গেছে (Russia- Ukraine War)। নার্সারি স্কুল থেকে হাসপাতাল, বাড়ি, অফিস , রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পাচ্ছে না ইউক্রেনের কোনও অট্টালিকাই। ইউক্রেন সরকারের কাছ থেকে শেষ পাওয়া খবক থেকে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ হওয়ার রুশ আক্রমণের বলি হয়েছেন অন্তত ২ হাজার মানুষ (Russia- Ukraine War)। এছাড়াও অন্তত ৯ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র ছেড়ে পাড়ি দিয়েছেন। দিন কয়েকের মধ্যে ভয়াবহ পরিস্থিতিতে দেশ যেন আগুন জ্বলছে।বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে (Russia- Ukraine War)   বাজারে অপরিশোধিত তেল দাম উর্ধ্বমুখী। এর পাশাপাশি আকাশছোঁয়া সোনার দাম।   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান যেন ভয়ঙ্কর আকার নিয়েছে। ইউক্রেন সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখনও অক্ষত দেশের দুই প্রধান শহর, রাজধানী কিভ ও দ্বিতীয় বৃহওম নগরী খারকিভ। এছাড়াও মস্কো থেকেও দাবি করা হয়েছে, খেরসন দখল করে ফেলেছে রুশ সেনা। যদিও এই খবর এখনও পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন।

রাশিয়ার সামরিক অভিযানের ধাক্কায় পুরো চিত্রটা মুহুর্তে যেন বদলে গেছে (Russia- Ukraine War)। নার্সারি স্কুল থেকে হাসপাতাল, বাড়ি, অফিস , রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পাচ্ছে না ইউক্রেনের কোনও অট্টালিকাই। ইউক্রেন সরকারের কাছ থেকে শেষ পাওয়া খবক থেকে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারু থেকে রুশ হওয়ার রুশ আক্রমণের বলি হয়েছেন অন্তত ২ হাজার মানুষ (Russia- Ukraine War)।  এছাড়াও অন্তত  ৯ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র ছেড়ে পাড়ি দিয়েছেন। দিন কয়েকের মধ্যে ভয়াবহ পরিস্থিতিতে দেশ যেন আগুন জ্বলছে।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে (Russia- Ukraine War)   বাজারে অপরিশোধিত তেল দাম উর্ধ্বমুখী। এর পাশাপাশি আকাশছোঁয়া সোনার দাম।   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান যেন ভয়ঙ্কর আকার নিয়েছে। ইউক্রেন সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখনও অক্ষত দেশের দুই প্রধান শহর, রাজধানী কিভ ও দ্বিতীয় বৃহওম নগরী খারকিভ। এছাড়াও মস্কো থেকেও দাবি করা হয়েছে, খেরসন দখল করে ফেলেছে রুশ সেনা। যদিও এই খবর এখনও পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনক্সির পরামর্শদাতা দাবি করেছেন, আড়াই লক্ষ জনসংখ্যার খেরসনে এখনও প্রতিরোধ জারি রয়েছে। তা মোটেই রুশ বাহিনীর কব্জায় চলে যায়নি। অন্যদিকে খারকিভ থেকে বুধবার স্থানীয় সময় সাড়ে ছয়টার মধ্যে সমস্ত ভারতীয়দের বেরিয়ে আসার পরামর্শ দিয়েছিল ভারতীয় দূতাবাস। ভারতীয় সময় সাড়ে ৯ টা নাগাদ সেই সময়সীমা শেষ হয়েছে। তবে এখনও পর্যন্ত শহরের সমস্ত ভারতীয়রা সকলে শহর ছেড়ে বেরোতে পেরেছে কি না তা জানা যায় নি। 

Latest Videos

গত বৃহস্পতিবার সাতসকালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি (Russia- Ukraine War)  । ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছাড়ার পাশাপাশি  আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে পুতিন হুশিয়ারিতে জানান, যে দেশ এই সামরিক অভিযানে হস্তক্ষেপ করবে তাদের কিন্তু ফল ভুগতে হবে।  বুধবার সকাল থেকেই খারকিভে বিমান হামলা চালাতে থাকে পুতিনের বাহিনী। রুশ প্যারা ট্রুপার নামতে থাকে। এমনকী রাস্তায় রাস্তায় শুরু হয়ে যায় লড়াই  (Russia- Ukraine War)   । পাশাপাশি বিমান থেকে লক্ষ্য করেও হামলা চলতে থাকে। গোটা দেশ জুড়ে রুশ হামলার ক্রমশ বিস্তর ঘটছে। বিকট আওয়াজেও শোনা যাচ্ছে কিভের অন্দর থেকে। এমনকী কিভের টেলিভিশন টাওয়ারও উড়িয়ে দিয়েছে রাশিয়া।  অন্যদিকে ক্রেমলিন সূত্রে খবর পাওয়া গেছে, এর মধ্যেই দ্বিতীয় পর্যায়ের শান্তি আলোচনার জন্য বেলারুশে প্রতিনিধিদের পাঠিয়ে দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়া যদি সত্যিই আলোচনা চায়, তাহলে আগে বোমা বর্ষণ থামাতে হবে।


 

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন