কার্যত শেষ সুযোগ, পড়ুয়াদের ইউক্রেন ছাড়তে নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের

Published : Mar 09, 2022, 05:15 AM IST
কার্যত শেষ সুযোগ, পড়ুয়াদের ইউক্রেন ছাড়তে নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের

সংক্ষিপ্ত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতিমধ্য়েই তেরো দিন পার করেছে।  এই পরিস্থিতিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  (Russia Ukraine War) ইতিমধ্য়েই তেরো দিন পার করেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্য়েই ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া চালু হয়েছে। অধিকাংশ পড়ুয়া ভারতে ফিরলেও এখনও বহু ভারতীয় পড়ুয়া যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্য়ে আটকে রয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, কার্যত এটাই দেশে ফেরার শেষ সুযোগ। 

টুইট করে সেই নির্দেশিকায় জানানো হয়েছে যে, ৮ মার্চ স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০ থেকে ইউক্রেনের মানবিক করিডোরগুলি ব্যবহার করে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বেরিয়ে যাওয়ার। ওই নির্দেশিকায় বলা হয়েছে , বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, তাতে পরবর্তী মানবিক করিডোর কবে তৈরি কার সম্ভব হবে, তা একেবারেই অনিশ্চিত। সেই কারণের সকল ভারতীয়দের উচিত এই সুযোগে ট্রেন, গাড়ি বা অন্য যেকোনও যানবাহনে ওই স্থান থেকে বেরিয়ে আসা। এদিকে ইউক্রেনের শহর সুমিতে বারবার রাশিয়ার হামলা চলছে। তাই নিরাপত্তা নিয়ে ঘোর আশঙ্কা তৈরি হওয়ায়  সুমিতে আটকে পড়া প্রায় ৭০০ পড়ুয়াকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।তাঁরা এই মুহূর্তে পল্টোভার দিকে রওনা দিয়েছেন। খুব দ্রুতই সেখানে তাঁদের দেশে ফিরিয়ে আনার বিমান পৌছে যাবে। সোমবার রাষ্ট্রসংঘের মানবধিকার দফতর জানিয়েছে, যুদ্ধে ৪০৬ জন সাধারণ নাগরিকের মৃত্য়ু হয়েছে। এদের মধ্য়ে ২৭ জন শিশু। গুরুতর আহতের সংখ্যা ৮০১ জন। যদিও প্রকৃত মৃত্য়ুর সংখ্যা এই পরিসংখ্যানের থেকে অনেকটাই বেশি বলে অনুমান রাষ্ট্রসংঘের মানবধিকার দফতরের তরফে।

আরও পড়ুন, একটানা বোমাবর্ষণ রাশিয়ার, ইউক্রেনের সুমি থেকে ভারতীয়দের উদ্ধারকাজ ফের ব্যহত

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই ভারতীয় ছাত্রের মৃত্য়ু হয়েছে। খারকিভে টানা শেলিং ও মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া । এই পরিস্থিতিতে খারকিভে উপস্থিত এক ভারতীয় ছাত্রের মিসাইলের আঘাতে  মৃত্যু হয়।গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর ওই ছাত্রের নাম নবীন শেখরাপ্পা। তিনি খারকিভ জাতীয় মেডিকাল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ছিলেন। ২২ বছর বয়েসী নবীনের সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। তিনি  স্টুডেন্ট কন্ট্রাক্টটর ছিলেন ।জানা গিয়েছে, তাঁরা কিছু জিনিস কিনতে দোকানে গিয়েছিলেন। তখনই রাশিয়ান সেনা মিসাইল হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীন ও তাঁর বন্ধুর। এখানেই শেষ নয়,  রাশিয়া হামলায় ইউক্রেনে গুলিবিদ্ধও হয়েছে আরও এক ভারতীয় ছাত্র। 

বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং বৃহস্পতিবার পোল্যান্ডের বিমানবন্দরে জানিয়েছেন, ছাত্ররা বর্তমান যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পথেই তাঁরা ভারতে নিরাপদে ফিরে আসার চেষ্টা করছেন। চার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, জ্য়োতিরাদিত্য এম সিন্ধিয়া, কিরেন রিজেজু এবং জেনারেল ভিকে সিং ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে যুদ্ধে আটকে পরা ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার জন্য সক্রিয়ভাবে তদারকি করছেন।

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার