বিনামূল্যে বাসস্থান দেবার প্রতিশ্রুতি দিয়ে, ইউক্রেনের বাসিন্দাদের রাশিয়াতে নিয়ে যাবার চেষ্টা রুশ সেনাবাহিনী

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ দিকের যে অংশগুলি রাশিয়ান সেনাবাহিনী দখল করে নিয়েছিল তা ফের  পুনরুদ্ধার করলো ইউক্রেন।  উদ্বিগ্ন মস্কো সেই অঞ্চলগুলির বাসিন্দাদের,  রাশিয়াতে চলে যাবার আদেশ দেন ও সেখানে তাদের বিনামূল্যে বাসস্থান দেবার প্রতিশ্রুতিও  দেন।

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ দিকের যে অংশগুলি রাশিয়ান সেনাবাহিনী দখল করে নিয়েছিল তা ফের  পুনরুদ্ধার করলো ইউক্রেন।  উদ্বিগ্ন মস্কো সেই অঞ্চলগুলি পুনরায় দখল করতে অসমর্থ হলে রাশিয়া খেরসন অঞ্চলের বাসিন্দাদের,  তাদের নিজের দেশে চলে যাবার আদেশ দেন ও রাশিয়াতে তাদের বিনামূল্যে বাসস্থান দেবার প্রতিশ্রুতিও  দেন। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন পরবর্তীকালে এই ঘটনার  কথা  স্বীকার করে নেন  । তিনি বলেন যে ইউক্রেনীয় সৈন্যরা সম্প্রতি রাশিয়া অধিকৃত অঞ্চলগুলি পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে।  এমনকি ইউক্রেন রাশিয়ার  বিভিন্ন ঘাঁটিগুলিতে ক্রমাগত পাল্টা আক্রমণও চালাচ্ছে বার বার । অপরদিকে খেরসন প্রশাসনের প্রধান ভ্লাদিমির সালদো  ইউক্রেনের অধিবাসীদের  জন্য একটি ভিডিও বার্তা জারি করেন।  সেখানে তিনি ইউক্রেনবাসীদের পরামর্শ দিয়ে বলেন " খেরসন অঞ্চলের সমস্ত বাসিন্দা, যদি তারা চান, ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে ... অন্য অঞ্চলে চলে যান," 

তার পরামর্শে সাড়া দিয়েই খেরসন থেকে পালিয়ে আসেন বেশ কিছু নাগরিক। এই  বেসামরিক নাগরিকদের  শুক্রবার রাশিয়ার রোস্তভ অঞ্চলে পৌঁছানোর কথা ছিল বলে সূত্রের খবর। 

Latest Videos

গত মাসে একটি নকল গণভোটের  মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলকে বেআইনিভাবে যুক্ত করা হয়  রাশিয়ার সঙ্গে।  ইউক্রেনের যে চারটি রাশিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে তাদের মধ্যে খেরসন অন্যতম।  বাকি তিনটি অঞ্চল হলো ডোনেটস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়া।

২০২২ এর ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে তার আগ্রাসন শুরু করে ,  রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনের  প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে নেয়। 

গত কয়েক সপ্তাহ ধরে বেশ কিছু অঞ্চল হারানোর পরও এখনো পর্যন্ত ইউক্রেনের মোট ৯০,০০০ বর্গকিলোমিটার মস্কো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।  যার বেশিরভাগই ডনবাস এলাকা এবং ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল। 

ইউক্রেনের সশস্ত্র বাহিনী গত মাসে খেরসন অঞ্চলে ৭৫টি বসতি পুনরুদ্ধার করে। 

পূর্বে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী খারকিভ অঞ্চলে ৫০২ টি, ডোনেটস্ক অঞ্চলে ৪৩ টি এবং লুহানস্ক অঞ্চলে ৭ টি বসতি পুনরুদ্ধার করেছে।

অন্যদিকে, ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে রুশ-সমর্থিত বাহিনী গত তিন দিনে পূর্ব ডোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাখমুতের কেন্দ্রের দিকে  অগ্রগতি করে শহরের দক্ষিণের  গ্রামগুলিকে পুনরুদ্ধার করেছে। 

আরও পড়ুন আগে নিজেদের ঘর গোছান-আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সপাট জবাব ভারতের

আরও পড়ুন ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরানি ড্রোন, টানা চতুর্থ দিনে কিয়েভে রাশিয়ার হামলা অব্যাহত

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today