'আমার সঙ্গে আলোচনায় বসুন', পুতিনকে সরাসরি বার্তা জেলেনস্কির

রাশিয়ার চোখে চোখ রেখে যুদ্ধ জারি রেখেছে ইউক্রেন। আর এবার পুতিনের সঙ্গে সরাসারি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করার এটাই একমাত্র পথ’।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা (Ukraine Army) অভিযান শুরু করার কথা ঘোষণা করেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তারপর থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনা (Russian Army)। আর যথাসাধ্য তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ইউক্রেন (Ukraine) সেনা। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, রাশিয়া ভেবেছিল আসবে আর ইউক্রেনকে পরাস্ত করে চলে যাবে। কিন্তু, তা একেবারেই হয়নি। বরং রাশিয়ার চোখে চোখ রেখে যুদ্ধ জারি রেখেছে ইউক্রেন। আর এবার পুতিনের সঙ্গে সরাসারি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তিনি বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করার এটাই একমাত্র পথ’।

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে জেলেনস্কি জানিয়েছেন, "যদি তোমার আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে প্লেন দাও! যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন এরপর লাটভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।" তিনি বলেন, "আমরা রাশিয়ায় হামলা চালাচ্ছি না। আমাদের এমন কোনও পরিকল্পনাও নেই। আমাদের কাছ থেকে আপনি কী চান? আমাদের দেশ ছাড়ুন।"

Latest Videos

আরও পড়ুন- 'ইউক্রেনের জন্য আরও খারাপ সময় আসছে', আশঙ্কা ফ্রান্সের প্রেসিডেন্টের

এরপরই পুতিনকে আলোচনায় বসার জন্য অনুরোধ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, "আমার সঙ্গে আলোচনায় বসুন। তবে দূরত্বটা যেন ৩০ মিটার না হয়।" গত মাসে এক লম্বা টেবিলের দুই প্রান্তে বসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর (French President Emmanuel Macron) সঙ্গে পুতিনের বৈঠক হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এনেই এই মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পাশাপাশি আলোচনায় বসার ফলেই একমাত্র যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি। 

আরও পড়ুন- '১০০ মিটার দূরেই বিস্ফোরণ', ভয়ঙ্কর পরিস্থিতি, পায়ে হেঁটেই খারকিভ ছাড়েন বহু ভারতীয়

ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক শহর রাশিয়ার দখলে চলে গিয়েছে। আর শহরের মধ্যে ঢুকে তাণ্ডব চালাচ্ছে রুশ সেনা। এই হামলার জেরে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনকী, রাশিয়ার মিসাইল হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ারও। এই পরিস্থিতিতে কয়েক দিন আগেও বৈঠকে বসেছিল রাশিয়া ও ইউক্রেন। কিন্তু, সেই বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি। তারপর বৃহস্পতিবার ফের আলোচনার টেবিলে বসে দুই দেশ। সেখানে আলোচনার পর 'মানবিক করিডর' তৈরিতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। তবে দেশে শান্তি ফেরানো নিয়ে কিয়েভ যতটা আশা করেছিল ততটা পূরণ হয়নি। সেই কারণে শীঘ্রই আবার তৃতীয় বার বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা। আর এর মধ্যেই আবার পুতিনকে তাঁর সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসতে বললেন জেলেনস্কি।   

আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর