বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি, বিধ্বস্ত শ্রীলঙ্কায় মৃত এক, আহত ১০

প্রায় প্রতিদিনই বিক্ষোভের মুখে পড়ছে সেদেশের সরকার। রবিবার থেকে হাজার হাজার গাড়ি চালক পথে নেমেছেন। টায়ার জ্বালিয়ে চলেছে প্রতিবাদ।

বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালাল শ্রীলঙ্কান পুলিশ। পুলিশের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ১০ জন আহত। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া তথ্যে শ্রীলঙ্কা প্রশাসন এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে।  

শ্রীলঙ্কার ঘাড়ে ঝুলছে ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা। আর সেই বৈদিশক ঋণ যে এই মুহূর্তে তাদের পক্ষে মেটানো সম্ভব নয় তা জানিয়ে দিল শ্রীলঙ্কা। নিজেদেরকে ঋণ খেলাপি বলে এই মুহূর্তে ঘোষণা করেছে সেই দেশের সরকার। এই ঋণ কবে কীভাবে মেটানো সম্ভব সে ব্যাপারে কোনও সুনির্দিষ্ট ধারণা শ্রীলঙ্কা সরকার দিতে পারেনি।

Latest Videos

এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভের মুখে পড়ছে সেদেশের সরকার। রবিবার থেকে হাজার হাজার গাড়ি চালক পথে নেমেছেন। টায়ার জ্বালিয়ে চলেছে প্রতিবাদ। কলম্বো যাওয়ার পথে প্রধান সড়ক অবরুদ্ধ। সোমবার রাত থেকে শ্রীলঙ্কার জাতীয় তেল সরবরাহকারী সংস্থা মূল্য বৃদ্ধি করেছে। এরপরেই প্রতিবাদ বিক্ষোভে আগুন জ্বলে।  ইন্ডিয়ান অয়েল কোম্পানির স্থানীয় অপারেশন এর দাম বাড়ানোর একদিন পরে এই বিক্ষোভ শুরু হয় দ্বীপরাষ্ট্রে। 

শ্রীলঙ্কা সরকারচালিত সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের (সিপিসি) ৯২ অকটেন পেট্রোলের নতুন দাম ৩৩৮ টাকা, অর্থাৎ তা বৃদ্ধি পেয়েছে প্রতি লিটারে ৮৪ টাকা। পিটিআই জানাচ্ছে, এক মাসের মধ্যে এটি সিপিসির দ্বিতীয় মূল্য বৃদ্ধি যেখানে LIOC-এর গতকালের মূল্য বৃদ্ধি ছয় মাসের মধ্যে পঞ্চম।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সরকারের অর্থমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে যে যে সব বিদেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠন ঋণ দিয়েছে, তারা এই মুহূর্তে এই অপ্রদেয় ঋমের জন্য যে কোনও মাত্রার সুদ নির্ধারণ করতে পারেন অথবা তারা শ্রীলঙ্কার নিজস্ব মুদ্রায় ঋণের অর্থ ফেরত নিতে পারেন। এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, শ্রীলঙ্কা সরকার চেষ্টা করছে এমার্জেন্সি পরিস্থিতিতে দেশজুড়ে যে অবস্থা তৈরি হয়েছে তা মোকাবিলা করার। ঋণ খেলাপের বিষয়টিকে তারা লাস্ট রিসর্ট বা চূড়ান্ত ব্যবস্থা বলে বিবেচনা করছে। এর কারণ যাতে দেশের অর্থনীতিতে আর কোনও অবনতিকর পরিস্থিতি তৈরি না হয়। 

'ভারত বড় ভাইয়ের মত', প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ সনৎ জয়সূর্য

পেটে খিদে নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের, সংখ্যাগরিষ্ঠতা হারাল শ্রীলঙ্কার সরকার

কলম্বো ছুঁল ভারতের পাঠানো ৪০ হাজার টন ডিজেল ভর্তি জাহাজ, ১০ পয়েন্টে শ্রীলঙ্কার আর্থিক মন্দা

আর্থিক মন্দার জেরে শ্রীলঙ্কায় ২২ মিলিয়ন মানুষের দুর্দশা যেমন চরমে উঠেছে তেমনি সাধারণ মানুষ রাস্তা নেমে এসে বিক্ষোভ দেখিয়েছেন। একাধিক স্থানে রোজ অবরোধ করে বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট প্যালেসেও ঢোকার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি যে ভালো নয় তা গত বছরই সামনে এনেছিল বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক রেটিং প্রদানকারী সংস্থা।  

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র