দিল্লিতে সন্ত্রাসবাদী হামলায় হাত ছিল সোলেমানির, চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

  • দিল্লিতে জঙ্গি হামলায় হাত ছিল নিহত কাশেম সোলেমানির
  • চাঞ্চল্যকর দাবি মার্কিনন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
  • শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হানা
  • বিমান হানায় মৃত্যু হয় ইরানের রেভেলিউশনারি গার্ডের প্রধানের

Asianet News Bangla | Published : Jan 4, 2020 5:05 AM IST / Updated: Jan 04 2020, 11:33 AM IST

ভারতের রাজধানী দিল্লিতে জঙ্গি হানায় হাত ছিল ইরানের রেভেলিউশনারি গার্ডের প্রধান জেনারেল কাশেম সোলেমানির। এমন দাবিই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

"সোলেমানির শখ ছিল নিরীহ মানুষদের হত্যা করা, এমনকি দিল্লি এবং লন্ডনেও সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল ইরানের রেভেলিউশনারি গার্ডের প্রধান", ফ্লোরিডার প্লাম সৈকতের মার-আ-লাগো রিসর্টে ছুটি কাটানোর মাঝে এমন মন্তব্যই করলেন ট্রাম্প।

আরও পড়ুন : একই মঞ্চে বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক, মেলা উদ্বোধন নিয়ে পরে গেল রাজনৈতিক শোরগোল

ট্রাম্পের নির্দেশেই শুক্রবার সকালে বাগদাদ বিমানবন্দরে বিমানহানা চালায় মার্কিন বাহিনী। "সোলেমানির সন্ত্রাস শেষ করতে পেরে গর্ববোধ হচ্ছে", বলেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন : নিজের কন্যাকে শ্লীলতাহানি, চিকিৎসক বাবার দিকে অভিযোগের তির খোদ ডাক্তার স্ত্রীর

সোলেমানির বিরুদ্ধে দিল্লিতে সন্ত্রাসের ছক কষার অভিযোগ আনলেন সেটা কোন জঙ্গি হামলা তা নির্দিষ্ট করেননি ট্রাম্প। তবে ২০১২ সালে দিল্লিতে ইজরায়েলি প্রতিরক্ষা আধিকারিক ও তাঁর স্ত্রীর উপর হামলাকেই ট্রাম্প বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি এই হামলা চালান হয়েছিল। এর পিছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও সেই হামলায় ইরানের যোগ থাকার কোনও সূত্র এখনও খুঁজে পায়েনি ভারত। 
 

Share this article
click me!