সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেশি ঢোলের তালে এক ব্রিটিশ তরুণ ছাত্রের উদ্দাম নৃত্য। তাঁকে গোল করে ঘিরে একসঙ্গে নাচতে দেখা গেল বিভিন্ন ভাষা ভাষীর ছাত্র ছাত্রীদের। এই ভিডিও টি দেখে প্রত্যেকের মুখে হাসি ফুটেছে।
'নানা ভাষা নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দ্যাখো মিলন মহান।' হ্যাঁ ভিডিও টি দেখলে কবি অতুল প্রসাদ সেনের সেই বিখ্যাত কবিতার এই লাইন টিই মনে পড়ে যাবে বার বার। ভিডিওটি শুরু হয় ব্রিটেনের একটি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক ব্রিটিশ ছাত্রের নাচ দিয়ে। তাঁকে ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেখে বিভিন্ন পোশাক পরিহিত ছাত্রদের ভিড় বেড়ে যায়। সঙ্গীত এমন একটি জিনিস যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করতে পারে। মজা এবং উল্লাসে পরিপূর্ণ, একটি কলেজ সাংস্কৃতিক উৎসবের এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এটি দেখার পরে প্রত্যেক মানুষের মুখে হাসি ফুটেছে।
সানি হুন্দাল টুইটারে শেয়ার করেছেন, ছোট ক্লিপটি মূলত টিকটকে শেয়ার করা হয়েছিল। ভিডিওটি শুরু হয় ব্রিটেনের একটি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক ছাত্রের নাচ দিয়ে। তাঁকে তাঁদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন পোশাক পরিহিত ছাত্রদের দ্বারা পরিবেষ্টিত হতে দেখা যায়। ঢোল বাজানো শুরু হওয়ার পর সকল শিক্ষার্থী নিজ দেশের পতাকা নিয়ে নাচে যোগ দেয়। এক ব্রিটিশ ছাত্র ঢোলের তালে নাচতে আরম্ভ করেন, এবং ভিডিও তে দেখা যায় তাঁকে ঘিরে উৎসাহ ভরে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন ধর্মের, বিভিন্ন দেশের,বিভিন্ন পোশাক পরিহিত ছাত্র ছাত্রীরা, ঢোলের তালে ওই ব্রিটিশ তরুণ ছাত্র কে নাচতে দেখে তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকা উত্তেজিত দর্শক অর্থাৎ বাকি ছাত্র ছাত্রী রাও নাচতে আরম্ভ করেন। সবার মাঝে মধ্যমনি ওই ছাত্র টি। ভিডিও দেখে হাসি ফুটেছে সকলের মুখে, তবে সবচেয়ে বেশি উচ্ছসিত ভারতীয় রা, ঢোলের তালের সঙ্গে ভারতীয় দের সম্পর্ক কয়েক যুগের। যে কোনো দেশি মিউজিক, বা বিয়ের অনুষ্ঠান হোক বা বর-যাত্রীর নাচ, ঢোল ছাড়া সব টাই অসম্পূর্ণ।ভিডিও টি দেখার পর মনে হচ্ছে যে ঢোলের আওয়াজ শুধুমাত্র ভারতীয় দেরই নয় প্রত্যেক টি মানুষের স্নায়ু কে গরম করে তোলে, এমন একটি শব্দ যা শুনলেই আপনা আপনি পা এর সঙ্গে কোমরও সঙ্গ দিয়ে দুলে উঠবে।
ভিডিওটি ২.১ মিলিয়নেরও বেশি ভিউ এবং কয়েক টন কমেন্ট পেয়েছে। ভিডিও টি প্রচুর শেয়ারও করেছেন বহু মানুষ।অনেকে মন্তব্য করেছেন যে ঢোল বাজলে তার তালে কোমর না দুলিয়ে থাকা যায়না। অন্যরা উল্লেখ করেছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখতে কতটা আশ্চর্যজনক ছিল।অনেকে লিখেছেন যে বিভিন্ন ভাষা-ভাষীর মানুষ কে একসঙ্গে এভাবে নাচতে দেখে ভীষন ভালো লাগছে।