বড়সড় ক্ষতি প্রধানমন্ত্রীর, ৭৯ বছরে আচমকা প্রয়াণ মায়ের, শোকের ছায়া পরিবারে

Published : Sep 14, 2021, 03:40 PM IST
বড়সড় ক্ষতি প্রধানমন্ত্রীর, ৭৯ বছরে আচমকা প্রয়াণ মায়ের, শোকের ছায়া পরিবারে

সংক্ষিপ্ত

৭৯ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বরিস জনসনের মা শার্লট জনসন ওয়াহল। তিনি একজন পেশাদার চিত্রশিল্পী ছিলেন।

পারিবারিক ক্ষতির মুখে বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী (British Prime Minister) বরিস জনসনের (Boris Johnson) মাতৃবিয়োগ। ৭৯ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বরিস জনসনের মা শার্লট জনসন ওয়াহল (Charlotte Johnson Wahl)। তিনি একজন পেশাদার চিত্রশিল্পী ছিলেন। সোমবার লন্ডন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

স্থানীয় সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ জানাচ্ছে জনসন ওয়াহল 40 বছর বয়সে পারকিনসন্স রোগে আক্রান্ত হন। বরিস জনসনের এই ক্ষতির জন্য সমবেদনা জানিয়ে ইংল্যান্ডের শ্রমিক নেতা স্যার কেয়ার স্টারমার বলেন, "প্রধানমন্ত্রীর ক্ষতির খবর পেয়ে আমি অত্যন্ত দুঃখিত। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।"

রসগোল্লাকে ইংরেজিতে কী বলে জানেন, মজার প্রশ্নে হোঁচট খাচ্ছেন ৯৯ শতাংশ মানুষ

মৃত্যুর পরের এক ঘন্টায় দেহের সাথে কী কী হয়, না শুনলে বিশ্বাস করবেন না

নিজের মায়ের সম্পর্কে বলতে গিয়ে বরিস জনসন জানিয়ে ছিলেন, তাঁর পরিবারের মায়ের কথাই শেষ কথা। মা তাঁর পরিবারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। প্রতিটি মানুষকে সমান চোখে দেখার শিক্ষা তিনি তাঁর মায়ের থেকে পেয়েছিলেন বলে জানান বরিস জনসন। 

PREV
click me!

Recommended Stories

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় হাজার অসুস্থের চিকিৎসায় ভারতীয় সেনা, চলছে সেতু নির্মাণ