রুশ হামলায় ইউক্রেনে নক্ষত্র পতন, ওকসানা শভেটসের মৃত্যুতে চোখের জল বাধা মানছে না ভক্তদের

ওকসানার জন্য চোখের জল আজ আর বাধা মানছে না বিশ্বের অভিনয়প্রেমী মানুষের। ইউক্রেনের মঞ্চ সংস্থা ইয়াং থিয়েটার তার ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে।

কী বলবেন তাঁকে? থিয়েটারের জগতের সূর্য? যিনি একাই আলোকিত করে রেখেছিলেন গোটা ইউক্রেন সমেত বিশ্বের অভিনয় জগতকে? নাকি একজন এমন অভিনেত্রী (Ukrainian actress) যার ঝুলিতে ছিল হাজারো অ্যাওয়ার্ডস? তবে আজ সব বলা কওয়ার সময় শেষ, শেষ সব মুগ্ধতা, শেষ সব জাদু-যা দিয়ে মঞ্চে দর্শকদের নির্বাক বানাতেন তিনি। তিনি ওকসানা শভেটস (Oksana Shvets)। কিয়েভে (Kyiv) রুশ হামলায় নিহত (killed in a Russian rocket attack) ওকসানার জন্য চোখের জল আজ আর বাধা মানছে না বিশ্বের অভিনয়প্রেমী মানুষের। 

ইউক্রেনের মঞ্চ সংস্থা ইয়াং থিয়েটার তার ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে। ফেসবুক পেজে পোস্ট করা বার্তাটির একটি অনুবাদে লেখা হয়েছে: "ইয়ং থিয়েটারের পরিবারে অপূরণীয় শোক। কিয়েভের একটি আবাসিক ভবনে রকেট শেলিং চলাকালীন ইউক্রেনের যোগ্য শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন। প্রতিভাবান অভিনেত্রীর উজ্জ্বল স্মৃতি শুধু রইল! আমাদের দেশে আসা শত্রুদের জন্য কোন ক্ষমা নেই!"

Latest Videos

হোলির দিনেই রেকর্ড, প্রথম দিনেই কত কোটির বক্স অফিসে উঠল অক্ষয় ঝড় 

স্বপ্নে এসে বারবার ঘুম ভাঙিয়ে দিচ্ছে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা, কেন এমনটা হয় জানেন কী

সংস্থাটি ইউক্রেনীয় ভাষায় "শাশ্বত স্মৃতি" শব্দের সাথে একটি মোমবাতির চিত্র শেয়ার করেছে। পাশাপাশি শভেটসের একটি ছবিও পোস্ট করা করেছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর জন্য শ্রদ্ধার বন্যা বইছে।

ওকসানা শভেটস কে ছিলেন?

৬৭ বছর বয়েসী এই ইউক্রেনীয় অভিনেত্রী বিশ্ব থিয়েটার জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। কয়েক দশক ধরে ইউক্রেনের একজন থিয়েটার পারফর্মার ছিলেন শভেটস। দ্য ইয়াং থিয়েটারের বর্ণনায় তাকে "সু-যোগ্য শিল্পী" হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁকে ইউক্রেনের মেরিটেড আর্টিস্ট উপাধিতে ভূষিত করা হয়। পারফর্মিং আর্টে অসামান্য কৃতিত্বের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

থিয়েটার কোম্পানির ওয়েবসাইটে, শভেটসকে পাঁচ দশক ধরে কয়েক ডজন স্টেজ ক্রেডিট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি কিয়েভের ইভান ফ্রাঙ্কো ন্যাশনাল একাডেমিক ড্রামা থিয়েটারে পড়াশোনা করেন। স্নাতক হন ১৯৭৫ সালে। ওয়েবসাইট অনুসারে, তার সবচেয়ে সাম্প্রতিক চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিল ২০১৬ সালের প্রযোজনা গেট মিস!

IMDb-এর মতে, শভেটস প্রথমবার পর্দায় আসেন ১৯৭৬ সালের টিভি মিনি-সিরিজ Nasledniki-তে, যেটি ইংরেজিতে Heirs থেকে অনুবাদ করা হয়। ২০১৩ সালের ডমস লিলিয়ামি বা হাউস উইথ লিলিস নাটক সিরিজে অভিনয়ই ছিল তাঁর শেষ পারফরম্যান্স।

আরও পড়ুন- কেন দেরিতে হোলির শুভেচ্ছা জানালেন দীপিকা, নিজেই ফাঁস করলেন রহস্য

আরও পড়ুন- কাশ্মীর ফাইলসের সমর্থনে সুর চড়ালেন উরফি, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে দিলেন পোস্ট

কিয়েভ পোস্টও অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ওকসানা শভেটসকে ‘যুদ্ধের সময় কিয়েভে হত্যা করা হয়েছে।’ ওকসানা ইউক্রেনে কয়েক দশক ধরে দক্ষ অভিনেত্রী হিসেবে মঞ্চ এবং পর্দা কাঁপিয়েছেন। দেশের বেশ কয়েকটি শীর্ষ পুরস্কার লাভ করেনে ১৯৫৫ সালে জন্ম নেয়া এই নন্দিত শিল্পী।

ওকসানা ইভান ফ্রাঙ্কো থিয়েটার ও কিয়েভ স্টেট ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টসে থিয়েটার নিয়ে অধ্যয়ন করেন। মঞ্চে অভিনয় ছাড়াও শভেটস ‘দ্য সিক্রেট অফ সেন্ট প্যাট্রিক’, ‘দ্য রিটার্ন অফ মুখতার’ এবং টিভি শো ‘হাউস উইথ লিলিস’সহ বিভিন্ন ইউক্রেনীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি