
Fighter Jet Crash News: কিছুতেই যেন কমছে না বিমান বিপর্যয়। ফের বিমান বিপত্তি! তবে এবার আমেরিকায়। ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ বিমান এফ-৩৫ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনার খবর মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার মুহুর্তের একটি ভিডিয়ো। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ক্যালিফোর্নিয়ায় বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলী পাকিয়ে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে এই ঘটনায় এখনও পরঅযন্ত কোনও হতাহতের খবর মেলেনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত। জানা গিয়েছে, আমেরিকার স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্যালিফোর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাঁটির কাছেই ভেঙে পড়ে নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধ বিমান।
এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, এফ-৩৫ যুদ্ধবিমানটি ক্যালিফোর্নিয়ার লেমুরের কাছেই কোনও একটি মাঠে ভেঙে পড়ে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মাঠের মধ্যে পড়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। সেইসঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আরও জানা গিয়েছে, ভেঙে পড়া ওই বিমানটি হল মার্কিন নৌসেনার ফাইটার এফ-৩৫ বিমান। সেটি ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে রাফ রেইডার্সকে দেওয়া হয়েছিল।
এদিকে যুদ্ধবিমান ভেঙে পড়লেও বরাতজোরে রক্ষা পেয়েছেন বিমানের পাইলট। তিনি কোনও রকমে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গিয়েছে। যেহেতু বিমানটি যাত্রীবাহি নয় তাই এড়ানো গিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি। তবে কী কারণে বিমানটি ভেঙে পড়ল সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও মেলেনি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। এবং গোয়েন্দা সংস্থা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।