প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স, রেগে আগুন ইজরায়েল ও আমেরিকা!

Published : Jul 25, 2025, 01:03 PM ISTUpdated : Jul 25, 2025, 01:04 PM IST
প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স, রেগে আগুন ইজরায়েল ও আমেরিকা!

সংক্ষিপ্ত

আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো ফরাসি প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনা করেন। লেখেন, “আমেরিকা ইমানুয়েল মাক্রোঁর প্যালেস্টাইন সংক্রান্ত পরিকল্পনাকে খারিজ করছে। এই বেপরোয়া সিদ্ধান্ত হামাসের প্রচারকে রক্ষা করবে এবং শান্তিপ্রক্রিয়াকে বিঘ্নিত করবে।”

বৃহস্পতিবার (স্থানীয় সময়) মার্কিন যুক্তরাষ্ট্র ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর এক পোস্ট অনুযায়ী, একে 'বেপরোয়া পদক্ষেপ' বলে অভিহিত করা বলা হয়েছে যে এই সিদ্ধান্ত হামাসের জঙ্গি কার্যকলাপকে উৎসাহিত করে এবং শান্তি প্রচেষ্টাকে ক্ষুন্ন করে।

ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্টাইনকে স্বতন্ত্র রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানাবে ফ্রান্স। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্র হিসাবে ফ্রান্সই প্রথম প্যালেস্টাইনকে স্বাধীন এবং স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা জানাল। আন্তর্জাতিক রাজনীতিতে আর এক প্রভাবশালী গোষ্ঠী জি৭-এর সদস্য হিসাবেও এই প্রথম কোনও দেশ প্রকাশ্যে স্বতন্ত্র প্যালেস্টাইন রাষ্ট্রের কথা জানাল।

আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো সমাজমাধ্যমে একটি পোস্ট করে ফরাসি প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনা করেন। লেখেন, “আমেরিকা ইমানুয়েল মাক্রোঁর প্যালেস্টাইন সংক্রান্ত পরিকল্পনাকে খারিজ করছে। এই বেপরোয়া সিদ্ধান্ত হামাসের প্রচারকে রক্ষা করবে এবং শান্তিপ্রক্রিয়াকে বিঘ্নিত করবে।”
 


ফ্রান্সের প্যালেস্তাইন রাষ্ট্র স্বীকৃতি

ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রোঁ ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই রুবিওর এই বিবৃতি আসে যে, ফ্রান্স সেপ্টেম্বরে আসন্ন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে।

ফ্রান্সের অবশ্য দাবি, পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই পদক্ষেপ করতে চলেছে। ইতিমধ্যেই গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলের সামরিক অভিযান বন্ধ করতে চেয়ে সরব হয়েছে বিশ্বের প্রায় ৩০টি দেশ। এই দেশগুলির মধ্যে রয়েছে ইজ়রায়েল-মিত্র বলে পরিচিত বেশ কিছু দেশও। এই আবহে প্যারিসের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার পদক্ষেপ’: ইজরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা

এই ঘোষণা ইজরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ম্যাক্রোঁর সিদ্ধান্তের নিন্দা করে একে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন “একটা বিষয় স্পষ্ট। প্যালেস্টাইনিরা ইজরায়েলের সঙ্গেই আলাদা রাষ্ট্রের দাবি জানান না। তাঁরা চান ইজরায়েলের অবলুপ্তি ঘটিয়ে আলাদা রাষ্ট্র। ইজরায়েলের দাবি, মাক্রোঁর সিদ্ধান্ত হামাসকে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করবে। ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদেয়োন সারও সমাজমাধ্যমে স্বতন্ত্র প্যালেস্টাইন রাষ্ট্রের বিরোধিতা করে লিখেছেন, “স্বাধীন রাষ্ট্র তৈরি হলে সেটা আসলে হবে হামাস পরিচালিত রাষ্ট্র। সে ক্ষেত্রে নিশ্চয়ই মাক্রোঁ ইজরায়েলের নিরাপত্তা সুনিশ্চিত করতে এগিয়ে আসবেন না।”

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?