চিনের ওপর এবার রেগে কাঁই ডোনাল্ড ট্রাম্প, বেজিংয়ের উপর বাড়ল আরও শুল্কের বোঝা

Published : Oct 11, 2025, 11:43 AM IST

Donald Trump On China Tariff: চিনের ওপর হঠাৎ রেগে আগুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জিংপিংয়ের দেশের ওপর শুল্কের বোঝা চাপালেন ১০০ শতাংশ। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
চিনের ওপর শুল্কের বোঝা ট্রাম্পের

এবার চিনের ওপর রেগে কাঁই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাপালেন আরও শুল্কের বোঝা। শুক্রবারই চিনের ওপর এই ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্কের বোঝা চাপছে আগামী নভেম্বর মাস থেকেই।

25
কবে থেকে শুল্ক বৃদ্ধি?

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকেই বাড়ছে চিনের ওপর শুল্কের বোঝা। ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপালেন ট্রাম্প। ফলে চিনের ওপর শুল্কের বোঝা বেড়ে হল ১৪০ শতাংশ। 

35
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

সূত্রের খবর, চিন চাইছে আন্তর্জাতিক খনিজ রফতানির ওপর নিজেদের অধিকার কায়েম করতে। আর তাই তো রেগে গিয়ে এবার পাল্টা চিনের ওপর ১০০ শতাংশ করের বোঝা চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

45
ট্রাম্পের দাবি কী?

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ‘’চিনের ওই সিদ্ধান্তে গোটা বিশ্বেই প্রভাব পড়ত। সেই সঙ্গেই তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্যে চিনের ‘দাদাগিরি’ খর্ব করতেই আমেরিকার দীর্ঘকালীন পরিকল্পনার অংশ নতুন পদক্ষেপ।''  

55
ট্রাম্পের হুঁশিয়ারি

ট্রাম্প এর আগে গত অগাস্টেই বলেছিলেন যে, তিনি ৯০ দিনের আগে বেজিংয়ের উপরে শুল্ক চাপাবেন না। জানিয়েছিলেন, আগামী ১০ নভেম্বর রাত ১২টা বেজে ১ মিনিট পর্যন্ত স্থগিত রাখা হবে নয়া শুল্ক লাগু করার সিদ্ধান্ত। তার আগেই শুক্রবার রাতেই চিনের বিরুদ্ধে শুল্ক ইস্যুতে বোমা  ফাটালেন ট্রাম্প। 

Read more Photos on
click me!

Recommended Stories