Maria Machado On Trump: ডোনাল্ড ট্রাম্পকে টপকে বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। তবে নোবেল লাভের বড় সিদ্ধান্ত মাচাদোর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শুক্রবার নোবেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তালিকায় বিশ্ব শান্তিতে নোবেল পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রীমারিয়া করিনা মাচাদোই। তিনি তার কাজের জন্য ভেনেজুয়েলাবাসীর কাছে 'আয়রন লেডি' হিসেবেও পরিচিত। তবে নোবল লাভের পরই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
25
ট্রাম্পকে নোবেল উৎসর্গ
এদিকে বিশ্ব শান্তিতে নোবেল না পাওয়ায় ক্ষুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নোবেল কমিটির তরফে শান্তিতে নোবেল প্রাপক হিসেবে মারিয়া মাচাদো-র নাম সামনে আসার পরই তেলেবেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে জানানো হয় ষড়যন্ত্র করেই ট্রাম্পকে নোবেল দেওয়া হয়নি। এদিকে তারপরই নিজের এই নোবেল ট্রাম্পকে উৎসর্গ করার কথা ঘোষণা করেন ভেনিজুয়েলার লৌহ মানবী নামে পরিচিত মারিয়া করিনা মাচাদো।
35
কী বলেছেন মারিয়া?
মারিয়া হলেন ভেনিজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াই নিয়ে সবসময় কথা বলেন। এবং গণতান্ত্রিক অধিকারের জন্য কাজও করে চলেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা 'টাইম ম্যাগাজিন' তাদের বার্ষিক 'দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অফ ২০২৫' (The 100 Most Influential People of 2025)-এর তালিকা প্রকাশ করেছে। এই বহু প্রতীক্ষিত তালিকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে তাঁর নামও রয়েছে। তবে বর্তমানে তিনি আত্মগোপন করে রয়েছেন। যদিও শান্তিতে নোবেল পাওয়ার পর তিনি অন্তরাল থেকেই বলেন, ‘’এই সম্মান ভেনfজুয়ালের মানুষের লড়াইয়ের স্বীকৃতি। আমরা জয়ের একেবারে কাছে দাঁড়িয়ে আছি। আর এই লড়াইয়ে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ল্যাটিন আমেরিকার সব মানুষ, অন্যান্য সব গণতান্ত্রিক দেশ আমাদের এই স্বাধীনতা এবং গণতন্ত্রের লড়াইয়ের অংশ।''
এদিকে 'আঙুর ফল টক'। এই প্রবাদটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একেবারে সঠিক। তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। এর জন্য বেশ কয়েকবার যুদ্ধ থামানোর দাবি ও করেছেন, কিন্তু শুক্রবার নোবেল কমিটি ভেনিজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে এই সম্মান দেওয়ার ঘোষণা করে। এরপর হোয়াইট হাউস নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছে। বলেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়।
55
দুধের স্বাদ মিটল ঘোলে!
যদিও মারিয়ার এই নোবেল জয়ের স্বীকৃতি ট্রাম্পকে উৎসর্গ করা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে অবশ্য কেউ কেউ বলছেন এ যেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটল। মার্কিন প্রেসিডেনন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল না জিতলেও তাঁকেই নোবেল উৎসর্গ করার কথা ঘোষনা করেছেন মারিয়া। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে ট্রাম্পের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।