নানান কেচ্ছায় নাম জড়িয়ে রয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। সেই সব উপেক্ষা করেই ২১ বছরের বিবাহ বার্ষিকী পালন করলেন স্ত্রী মেলোনিয়ার সঙ্গে। জানুন ট্রাম্পের আগের দুই স্ত্রী সম্পর্কে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবাহ বার্ষিকী
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়ার সঙ্গে ২১ বছরের বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন। ফ্লোরিডায় নিজের রিসর্টে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাঁকে বিশ্ব নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান হয়েছে।
26
ট্রাম্পের বিবাহিত জীবন
মেলানিয়ার সঙ্গে ২১ বছরের বিবাহিত জীবন হলেও ট্রাম্পের বিবাহিত জীবন কিন্তু ৫০ বছরের। মেলানিয়াকে নিয়ে তাঁর তিন স্ত্রী। মহিলা সংসর্গ নিয়ে ট্রাম্প বরাবরই এভারগ্রিন। রইল ট্রাম্পের বিবাহিত জীবনের একটি ঝলক।
36
প্রথম স্ত্রী
ডোনাল্ড ট্রাম্প প্রথম বিয়ে করেছিলেন ১৯৭৭ সালে। তাঁর প্রথম স্ত্রী ইভানা মারিয়া ছিলেন জনপ্রিয় মডেল। ট্রাম্প তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী। ট্রাম্প আর ইভানার তিন সন্তান- জুনিয়ার ট্রাম্প, ইভাঙ্কা, এরিক। ১৩ বছর ছিল তাদের বিবাহিত জীবন। ১৯৯০ সালে ট্রাম্প-ইভানার বিচ্ছেদ হয়।
তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু থামার পাত্র নন। ওই বছর, ১৯৯০ সালেই তিনি জড়িয়ে পড়েন মার্লা ম্যাপেলের সঙ্গে। ৪৭ বছরের ট্রাম্পের সঙ্গে তরুণী মার্লার সম্পর্ক ছিল সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের হট টপিক। ১৯৯৩ সালে বিয়ে। আর ১৯৯৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন, ১৯৯৯ সালে বিচ্ছেদ। মার্লার গর্ভে এসেছিল ট্রাম্পের চতুর্থ সন্তান।
56
তৃতীয় বিয়ে ট্রাম্পের
মার্লার সঙ্গে সম্পর্ক যখন তলানিতে তখনই ট্রাম্প জড়িয়ে পড়েন স্লোভানিয়ার মডেল মেলানিয়ার সঙ্গে। মেলানিয়া মাত্র ১৬ বছরেই মডেলিং-এ কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৯৬ সালে তিনি পা রাখেন নিউইয়র্কে। ১৯৯৮ সালে নিউইয়র্কের পার্টিতে তাদের পরিচয়। ২০০৫ সালের ২২ জানুয়ারি ট্রাম্প-মেলনিয়ার বিয়ে। মেলোনিয়ার সঙ্গে ট্রাম্পের এক সন্তান রয়েছে, তার নাম ব্যারন।
66
ট্রাম্পের কেচ্ছা
যদিও ট্রাম্পের নাম নানান কেচ্ছায় জড়িয়েছে। কিন্তু মেলোনিয়ার সঙ্গে এখনও সম্পর্ক অটুট রেখেছেন তিনি। বর্তমানে ৭৯ বছর বয়সী ট্রাম্প নিজের রিসর্টে ধুমধামের সঙ্গেই বিবাহ বার্ষিকী উদযাপন করলেন।