Israel Iran Conflict: গত কয়েক দিন ধরে ইজরায়েল বনাম ইরানের যুদ্ধে তপ্ত মধ্যপ্রাচ্য। দুই দেশের সংঘাতে ফের তেহেরানকে হুশিঁয়ারি দিয়ে বসল আমেরিকা। কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
কখনও লেবানন তো কখনও গাজা। এবার গত কয়েক দিন ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের দুই দেশ ইজরায়েল বনাম ইরান। লাগাতার সংঘর্ষে ইরানে হত অন্তত ৮০ জন। আহত অন্তত ৮০০।
210
তীব্র হচ্ছে সংঘাত
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার ফের ইরানে হামলা চালায় ইজরায়েল। শেষ খবর অনুযায়ী ইজরায়েলি বাহিনীর হামলায় রীতিমত পর্যদস্তু ইরান। এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। বাড়ছে আহতের সংখ্যাও।
310
উত্তেজনা প্রশমনের আহ্বান
এদিকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার আবহে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস উত্তেজনা থামানোর জন্য ইরান ও ইজরায়েলকে আহ্বান জানিয়েছেন। যুদ্ধ বন্ধের বার্তা দিয়েছে সাংহাই কমিটির দেশগুলিও। তারপরও কমছে না লাগাতার উত্তেজনা।
জানা গিয়েছে, সম্প্রতি ইরানের তরফে আমেরিকা ও ইজরায়েলকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকির এবার পাল্টা প্রত্যুত্তর দিলো আমেরিকা। ইরানকে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
510
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান যদি এখনই যুদ্ধ বন্ধ না করে ভবিষ্যতে তার ফল ভোগ করতে হবে। আগেই এই কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার শুধু মুখে নয় কাজে করে দেখানোর হুমকি দিলেন তিনি।
610
কী বলছেন ডোনাল্ড ট্রাম্প?
এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘’ইরান যদি ভাবে আমেরিকার উপর হামলা করবে, আমেরিকাকে আক্রমণ করবে! তাহলে খুব ভুল ভাবছে। আমেরিকার সেনাবাহিনী ফুল স্ট্রেন্থ নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইরানের ওপর।
710
ইরানকে ছেড়ে কথা বলবে না আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানান, তেহেরানের নিউক্লিয়ার সাইটে ইজরায়েলের হামলা নিয়ে আমেরিকার কিছু বলার নেই। কিন্তু ইরানের কারণে আমেরিকার কোনও সমস্য়া হলে মার্কিন সরকারও চুপ করে বসে থাকবে না। ইরানকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের।
810
ইরানকে চুক্তি স্বাক্ষরের বার্তা
এই বিষয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘’একটা চুক্তি স্বাক্ষরই গোটা পরিস্থিতিকে ঠান্ডা করে দিতে পারবে।'' তবে ট্রাম্পের উপদেশে তেহেরান যে মোটেও রাজি নয় আগেই সে কথা স্পষ্ট করে দিয়েছে ইরান।
910
পারমাণবিক চুক্তি স্বাক্ষরে অনীহা
ইরান যে কোনও ভাবেই পারমাণববিক চুক্তিতে রাজি নয় সে কথা যেনতেন প্রকারে বুঝিয়ে দিয়েছে। আর রবিবার আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে ষষ্ঠ বৈঠক বাতিল করেছে ইরান। আর তারপর থেকে আরও চরমে যুযুধান দুই দেশের দ্বন্ধ।
1010
ট্রাম্পের হুঁশিয়ারিতে সিঁদুরে মেঘ
মধ্যপ্রাচ্যের এই দেশে দেওয়া ট্রাম্পের সতর্ক বার্তায় যেন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বাকি বিশ্ব। কারণ, সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন এখনই পারমাণবিক চুক্তি করে ফেলুন নইলে ইজরায়েলি হামলায় আর কিছুই বাকি থাকবে না ইরানের।