Elon Musk New Party: ট্রাম্পের সঙ্গে সম্মুখ সমরে ইলন মাস্ক, নতুন রাজনৈতিক দল ঘোষণা টেসলা কর্তার

Published : Jul 06, 2025, 07:48 AM IST

Elon Musk: মাস্ক-ট্রাম্প সখ্যতার কথা সারা বিশ্ব জানলেও সম্প্রতি সামনে এসেছে দুই বন্ধুর সম্পর্কের ভাঙনের খবর।  আর এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিতে নতুন রাজনৈতিক দলের কথা ঘোষণা করলেন টেসলা  কর্তা।  

PREV
19
মাস্কের নতুন রাজনীতি

ব্যবসায়ী হিসেবে তিনি দারুন সফল। বিশ্বের অন্যতম মার্কিন ধনকুবের ট্রাম্পকে টেক্কা দিতে এবার নিজেই নতুন একটি রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন। 

29
ইলন বনাম ট্রাম্পের রাজনৈতিক দল

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক খারাপ হতেই নতুন দলের কথা ঘোষণা করলেন টেসলা কর্তা ইলন মাস্ক। শনিবার আনুষ্ঠানিক ভাবে নিজের এক্স হ্যান্ডেলে নতুন এই রাজনৈতিক দল নিয়ে মুখ খোলেন মাস্ক। 

39
ইলনের নতুন রাজনৈতিক দলের নাম কী?

সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্কের পোস্ট করা বার্তা থেকে জানা গিয়েছে যে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক দলের সূচনা করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই কথা জানিয়ে পরপর দুটি বার্তাও দিয়েছেন স্টার লিঙ্ক কর্তা।  

49
এক্স হ্যান্ডেলে কী বলেছেন ইলন?

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন- 

59
ইলনের বার্তা

শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দলের ঘোষণা করেন টেসলা কর্তা। এই বিষয়ে তিনি লেখেন, ‘’আজ, আমেরিকা পার্টি তৈরি হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে। আমরা এক দল রাজনৈতিক সিস্টেমে থাকি, এটা গণতন্ত্র নয়।”

69
নতুন দল নিয়ে উচ্ছ্বসিত ইলন

নিজের এক্স হ্যান্ডেলে তিনি আরও লেখেন যে, ‘’স্পার্টানদের কেউ হারাতে পারে না, এই বিশ্বাস যেমনভাবে ভেঙেছিল, আমরাও সেভাবে এক দলের সিস্টেম ভাঙব। যুদ্ধক্ষেত্রে ঠিক জায়গায় আমাদের নিশানা।'' 

79
ট্রাম্পের সঙ্গে সরাসরি সঙ্ঘাত?

দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের মসনদে বসে ইলনকে মার্কিন প্রেসিডেন্ট একটি পোস্টও দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের বড় সুন্দর বিলের সমালোচনা করায় মার্কিন  প্রেসিডেন্টের রোষানলে পড়েন ইলন। ছেড়ে দেন ট্রাম্পের দেওয়া পদ। তারপর থেকেই  এ যেন সম্মুখ সমরে দুই প্রভাবশালী ব্যক্তিত্ব।

89
আমেরিকাবাসীকে স্বাধীনতা দিবসের উপহার?

জানা গিয়েছে, চলতি মাসের ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসের দিন ইলন মাস্ক নিজের এক্স হ্য়ান্ডেলে জনগণের মতামত নিতে পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘’স্বাধীনতা দিবস একদম সঠিক সময় আপনাদের প্রশ্ন করার যে আপনারা কি দুই দল সিস্টেম থেকে মুক্তি পেতে চান! আমরা কি আমেরিকা পার্টি তৈরি করব?''  

99
মাস্কের পাশে মার্কিন নাগরিকরা

সেদিন মাস্কের এই প্রশ্নের উত্তরে আমেরিকার ৬৫.৪ শতাংশ মানুষ হ্যাঁ বলেছিলেন। এবং ৩৪.৬ শতাংশ না বলেছিলেন। স্পেসএক্স সংস্থার মালিক ইলনের দাবি, এই সমর্থন পেয়েই তিনি রাজনৈতিক দল আনলেন। জনগণ দুই দলের (ডেমোক্রাট ও রিপাবলিকান) উপরে বিরক্ত। তার নতুন রাজনৈতিক দল হল- ‘আমেরিকা পার্টি’(America party)।  

Read more Photos on
click me!

Recommended Stories