- Home
- West Bengal
- West Bengal News
- WB Weather Update: ছুটির দিনই হাওয়া বদল! ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানুন আবহাওয়ার বড় আপডেট
WB Weather Update: ছুটির দিনই হাওয়া বদল! ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানুন আবহাওয়ার বড় আপডেট
Kolkata Heavy Rain Alert: সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা গড়াতেই দফায় দফায় বৃষ্টিতে ভিজবে বাংলা। রবিবার ছুটির দিনে কেমন থাকবে মহানগর ও শহরতলির আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
- FB
- TW
- Linkdin
Follow Us
)
আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। যার প্রভাবে বঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে
পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া হুগলী ও বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
ভারী বৃষ্টির সতর্কতা
সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ?
মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সপ্তাহের শুরুতে কমবে বৃষ্টির পরিমাণ
ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিপাম এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে।
উত্তরবঙ্গে ধীরে ধীরে হাওয়া বদল
বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।