Elon Musk On Money Savings: পেনশন পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় খুব শীঘ্রই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে সারা বিশ্বের জনতার কাছে। এমনই চাঞ্চল্যকর দাবি মার্কিন ধনকুবের ইলন মাস্কের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
যৌবনে আয় বৃদ্ধ বয়সে সঞ্চয়। সাধারণত যে কোনও চাকুরিরত ব্যক্তিরা এই নিয়ম অনুসরণ করেই চলেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়। পেনশন পদ্ধতির মাধ্যমে তারা টাকা জমান। যা ভবিষ্যতে তাদের বিপদে আপদে কাজে লাগে। কিন্তু শেষ বয়সের জন্য টাকা জমানোর এই পরিকল্পনা একেবারেই অবাস্তব বলে মনে করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার মতে, পেনশন পদ্ধতির মাধ্যমে টাকা জমানোর বিষয়টি খুব তাড়াতাড়ি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কোনও সংস্কার বা পরিবর্তন নয়। বরং এই ধারণা একেবারে অপ্রয়োজনীয় হয়ে পড়বে। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির তরফ থেকে এই মন্তব্য আসায় শুরু হয়ে গিয়েছে হৈচৈ। কারণ, বর্তমান সময়ে মানুষ আয় ও সঞ্চয়ে সবথেকে বেশি মনযোগী। কিন্তু মাস্কের এই যুক্তির মূলে রয়েছে একটি বৈপ্লবিক বিশ্বাস। যা বিশ্বের অর্থনীতির মানচিত্র পুরো বদলে দেবে।
25
কী বলছেন মাস্ক?
অতি সম্প্রতি মাস্ক মুনশটস উইথ পিটার ডায়ামান্ডিস পডকাস্টে গিয়ে বলেন-''আমার একটি পরামর্শ হল ভবিষ্যতের কথা ভেবে আগামী ১০ বা ২০ বছরের জন্য টাকা জমানো উচিত নয়। তখন আর এগুলোর কোনও মূল্য থাকবে না। আমরা যা বলছি তার কোনওটি যদি সত্যি হয় তাহলে অবসরের জন্য টাকা জমানো হবে অর্থহীন।'' শুধু তাই নয়, মাস্ক বিষয়টিকে মোটেও কোনও আশা বা কল্পনা হিসেবে নয় বরং যৌক্তিক পরিকল্পনা হিসেবে তুলে ধরেছেন। তিনি মনেপ্রাণেও এটি বিশ্বাস করেন।
35
পৃথিবীতে ঘুচবে সম্পদের অভাব
জানা গিয়েছে, মাস্কের এই দাবির পিছনে রয়েছে এআই বুদ্ধিমত্তার ব্যবহার, রোবটিক্স এবং উন্নত অর্থনৈতিক পরিকল্পনা। যা বর্তমানের সমস্ত পুরনো অর্থনীতির মডেলকে গুঁড়িয়ে দেবে। তার মতে, পৃথিবীতে সম্পদের অভাব ঘুচবে এবং সম্পদ সবার মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ, তিনি এমন একটি সুব্যবস্থার কথা চিন্তা করেন যেখানে মানুষ মজুরি বা পেনশনের উপর নির্ভর না করে ইউনিভার্সাল হাই ইনকাম বা সবার জন্য উচ্চ আয় নিশ্চিত হবে। তার লক্ষ্য হলো প্রাচুর্য। আর্থিক দুশ্চিন্তা ছাড়াই স্বচ্ছলভাবে জীবন কাটাতে পারবে মানুষজন।
মাস্কের মতে, তিনি এমন একটা বিশ্বের কথা চিন্তা করেন যেখানে থাকবে অর্থনৈতিক উন্নতি এবং চিকিৎসা ব্যবস্থাও থাকবে আজকের থেকে বেশি উন্নত। তার লক্ষ্য হলো প্রাচুর্য। এবং যেখানে মানুষ কোনওরকম দুঃশ্চিন্তা ছাডা়ই সম্পদের পরিপূর্ণ হয়ে বেঁচে থাকতে পারবেন। মাস্ক সেই প্রাচুর্যের মধ্যে একটি ফিকশনধর্মী চিত্রও তুলে ধরেছেন।
55
আর কী বলছেন মাস্ক?
মাস্কের মতে, তিনি এমন একটি সময়ের কথা বলছেন যেখানে অর্থ সঞ্চয়ের কোনও মূল্যই থাকবে না। সবকিছুর নাগাল সবার কাছে থাকবে। তার তত্ত্ব অনুযায়ী, যখন মৌলিক চাহিদা মেটাতে কোনও খরচই লাগবে না তখন অবসরের সঞ্চয় কোনও মানেই রাখবে না। তবে মাস্ক নিজেই স্বীকার করেছেন যে এই যুক্তিতে স্বর্গরাজ্যে পৌঁছনোর পথ বেশ অমসৃণ হতে পারে।