Kashmir attack News: পহেলগাঁও হামলার ছক তারই মস্তিকপ্রসূত। আর এবার প্রকাশ্যে এলো পাক জঙ্গি নেতার আরও এক ভাইরাল ভিডিয়ো। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kashmir attack News: ধর্ম জিজ্ঞেস করে হত্যা। ২০২৫ সালের ২২ এপ্রিল। কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেরগাঁওয়ে হামলার ক্ষত এখনও দগদগে। বাঙালি পর্যটক সহ জঙ্গিদের নৃশংস আক্রমণে প্রাণ হারিয়েছেন ২৬ জন। বছর ঘুরলেও সেই ঘটনার স্মৃতি এখনও দগদগে। তারপর বইয়ে গিয়েছে অনেক জল। ভারতের পাল্টা অপারেশন সিঁদুর। ভারত-পাক হামলা। আর এবার প্রকাশ্যে এলো আরও এক বিস্ফোরক তথ্য। সম্প্রতি ভাইরাল হয়েছে পহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সইফুল্লা কাসুরির একটি ভিডিয়ো। যেখানে ওই পাক জঙ্গি নেতাকে বলতে শোনা গিয়েছে-''ভারত আমাকে এখনও ভয় পাই। পাক আর্মিরা আমাকে আমন্ত্রণ জানান।'' (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

পাক জঙ্গি নেতার ভিডিয়ো ভাইরাল:-

লস্কর-ই-তৈবার (এলইটি) এক শীর্ষ নেতা প্রকাশ্যে স্বীকার করেছেন যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি সংগঠনটির সরাসরি ও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাঁর দাবি, নিয়মিতভাবেই পাকিস্তান সেনাবাহিনীর তরফে তাঁকে বিভিন্ন সামরিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। শুধু তাই নয়, নিহত সেনাদের জানাজা নামাজে নেতৃত্ব দিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে ডাকা হয় বলে ওই নেতা জানান।

পাকিস্তানে একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাফিজ সইদের নেতৃত্বাধীন সংগঠনের উপপ্রধান এবং পহেলগাঁও জঙ্গি হামলার মূলচক্রী সইফুল্লাহ কাসুরি একাধিক উসকানিমূলক মন্তব্য করেন। স্কুলপড়ুয়া শিশুদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, তাঁর উপস্থিতিতেই ভারত আতঙ্কিত এবং নয়াদিল্লির বিরুদ্ধে প্রকাশ্য হুমকিও দেন। একটি তারিখবিহীন ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে কাসুরি একটি জনসমাবেশে দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী তাঁকে নিয়মিত আমন্ত্রণপত্র পাঠায়। ভিডিওতে তিনি বলেন, 'সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তাদের নিহত সেনাদের জানাজা নামাজ পরিচালনার জন্যও ডাকা হয়।'

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে বারবার যে দাবি করা হয়ে থাকে—দেশটির ভূখণ্ডে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে—কাসুরির মন্তব্য সেই দাবির সরাসরি বিরোধিতা করেছে। প্রকাশ্যে তাঁর এই স্বীকারোক্তি পাকিস্তানের সন্ত্রাস দমনের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং একই সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির যোগসাজশ ও তাদের সক্রিয় ভূমিকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।