- Home
- Entertainment
- Bollywood
- গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
Priyanka Chopra On Golden Globe Awards 2026: বলিউড থেকে হলিউডে পারি জমিয়েছেন বেশকিছু বছর আগেই। নিক পত্নী এখন হলিউডের বেশ পরিচিত মুখ। ‘গোল্ডেন গ্লোবস ২০২৬’-এ ফের নজর কাড়লেন প্রিয়াঙ্কা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড ছেড়ে বিদেশ বিভুঁইয়ে বেশকিছু বছর আগেই ঘরসংসার পেতেছেন মুম্বইয়ের দেশি গার্ল। দেশ থেকে দূরে থাকলেও নেই লাইম লাইট থেকে দূরে। ফের পরপর তিনবার গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের মঞ্চ কাঁপালেন নিকস ঘরণী। একেবারে অন্য মেজাজে দেখা গেলো বলিউডের প্রিয়াঙ্কা চোপড়াকে। দেখুন ছবিতে তার রূপের সেই ঝলক।
নিক-প্রিয়াঙ্কা কথা
সদ্য শেষ হয়েছে গোল্ডেন গ্লোবস ২০২৬-এর অনুষ্ঠান। ফের সেখানে নজর কাড়লেন তিনি। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন নিক ঘরণী। এ বার এই অনুষ্ঠানস্থল থেকে অসংখ্য সুন্দর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে দেখা গিয়েছে একেবারে অন্য মুডে। কখনও প্রিয়াঙ্কাকে নিকের টাই ঠিক করতে দেখা গিয়েছে। কখনও আবার পাপারাৎজিৎদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।
গোল্ডেন গ্লোবসের মঞ্চেই রোম্যান্সে মাতলেন নিক-প্রিয়াঙ্কা
শুক্রবার শেষ হওয়া গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের বেশ কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল ওই ভিডিয়োগুলিতে একেবারে প্রেমে মশগুল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে অন্যমুডে দেখে আপ্লুত তার অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল নিক-প্রিয়াঙ্কা মুহুর্তের ছবি। দেখুন ভিডিয়োতে।
ভাইরাল প্রিয়াঙ্কা-নিকের ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং নিক-প্রিয়াঙ্কার খুনসুঁটির ভিডিয়ো। দেখুন-
ACTRESS LALISA MANOBAL PRESETING THE #GoldenGlobes WITH PRIYANKA CHOPRA pic.twitter.com/EWSkKMQt7q
— lisa loops (@lsloops) January 12, 2026
Priyanka Chopra at the #GoldenGlobes
That's it. That's the tweet. pic.twitter.com/uPwnuRit5W— 𝘼𝙢𝙤𝙧𝙥𝙝𝙤𝙪𝙨🌟 (@noScrubs96) January 11, 2026
ছবিতে দেখুন বলিউডের দেশি গার্লের ড্রিমি লুক
Priyanka Chopra STUNS on the red carpet of the 83rd Annual Golden Globe Awards 🖤
📸 Shutterstock
SEE MORE: https://t.co/0O0QA39CIfpic.twitter.com/yFcWOHLJbA— TMZ (@TMZ) January 11, 2026
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

