সূর্যের হাসি দেখেছেন ? দেখুন সম্প্রতি নাসার তোলা সূর্যের হাসির ছবি

এবার সূর্যের হাসির চিত্র ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। নাসার টেলিস্কোপে এবার ধরা পড়লো এমনই এক সূর্যের হাসির চিত্র।

Bhaswati Mukherjee | Published : Oct 31, 2022 2:18 PM IST / Updated: Oct 31 2022, 09:55 PM IST

"চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।" - চাঁদ হাসছেন এমন উপমা কবি সাহিত্যিকদের প্রায়ই দিতেন নিজেদের লেখায় কিন্তু সূর্যের হাসি দেখেছেন কি কখনো ? এবার সূর্যের হাসির চিত্র ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। নাসার টেলিস্কোপে এবার ধরা পড়লো এমনই এক সূর্যের হাসির চিত্র। ২৬ সে অক্টোবর নাসা এই ছবিটি টুইট করে দর্শকদের উদ্দেশ্যে। তারপরেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে এই ছবি। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি সূর্যের এই চিত্রটি তোলে। ছবিটিতে দেখা যাচ্ছে অতিবেগুনি রশ্মির কারণে সূর্যের বেশ কিছু অংশ অন্ধকার হয়ে আছে। এই অন্ধকার অংশগুলিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় করোনাল হোল। উপরুক্ত চিত্রটিতে করোনারি হোলগুলি এমনভাবেই সাজানো যে দূর থেকে দেখে মনে হবে যে সূর্যিমামা হাসছেন।

এই ছবি পোস্ট হতেই হতবাক নেটিজেনমহল। তারা ইতিমধ্যেই শুরু করেছেন সূর্যকে যাবতীয় পার্থিব বস্তুর সঙ্গে তুলনা করা। কেউ বলছেন সূর্যকে ঠিক হ্যালোইনের সাজে সজ্জিত লণ্ঠন লাগছে। আবার কেউ বলছেন " আর হাসবেন না প্লিজ , আর একটু হলেই গরমে অজ্ঞান হয়ে যেতাম আজ " পৃথিবী , চাঁদ ও সূর্যের অবস্থান নিয়ে নানান মহাজাগতিক ঘটনা এর আগেও ঘটেছে অনেকবার। কিছুদিন আগেও হয়ে গেলো আংশিক সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার জন্যও নানান অংশ থেকে ক্যামেরা তাকে করে বসেছিলেন মহাকাশপ্রেমীরা। কিন্তু সূর্যের এমন মহাজাগতিক হাসির ছবি এই প্রথম দেখলো সবাই। ভারতীয় নেটিজেনরা অবশ্য এর পাশে এক ঝকঝকে সরলরেখা লক্ষ্য করেছে। এবং তা নিয়ে নানান রকম প্রশ্নও উত্তাপন করেছেন তারা। সবমিলিয়ে সূর্যের এই হাসি অনেকের মনেই উস্কে দিয়েছে নানান প্রশ্ন। এনিয়ে রীতিমতো বৈজ্ঞানিক বিশ্লেষণও চলছে অনেক , তবে আপনার ছবিটি দেখে কি মনে হচ্ছে সেটা জানাতেও ভুলবেন না আমাদের।

 

ফের ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা , তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন তিনি

সোমালিয়ায় জোড়া গাড়ি বিস্ফোরণে নিহত ১০০, শিক্ষমন্ত্রক লক্ষ্য করে হামলা আল-শাবাবের

মোরাবি ব্রিজ ধ্বসে নিহত রাজকোটের বিজেপি সংসদ মোহনভাই কল্যাণজি কুণ্ডরিয়ার পরিবারের ১২ জন সদস্য

 

Share this article
click me!