রাশিয়ার কাছ থেকে তেল কেনায় লাগাম টানতে মরিয়া ট্রাম্প, ভারত-চিনকে 'সবক' শেখাতে নতুন বিল আনছে আমেরিকা

Published : Jan 08, 2026, 07:49 AM IST

Donald Trump On India Russia: বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে ভারত-চিন। ফের এই দুই ‘বন্ধু’ দেশের উপর ক্ষেপে লাল ট্রাম্প। এবার নিলেন আরও কড়া পদক্ষেপ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ভারত-চিনকে ট্রাম্পের ফের হুঁশিয়ারি

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখায় ভারত ও চিনের ওপর বড়সড় পদক্ষেপ নিতে চলেছে আমেরিকা। আগামী সপ্তাহেই এই দুই 'বন্ধু' রাষ্ট্রের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা (Sanctions) আরোপিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

25
ভারতের বিরুদ্ধে পদক্ষেপ আমেরিকার

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দ্বিপাক্ষিক বিল পাসে (Bipartisan bill) সবুজ সংকেত দিয়েছেন। এই আইন অনুযায়ী, যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে ওয়াশিংটন। 

35
কী রয়েছে ওই বিলে?

সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করলে রাশিয়ার কাছ থেকে তেল ক্রেতাদের ওপর কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত হবে। আর এই নিশানায় প্রথমেই রয়েছে ভারত ও চিন। কারণ, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার ওপর পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত ও চিন মস্কোর অন্যতম প্রধান তেল আমদানিকারক হিসেবে রয়ে গিয়েছে। তবে এই বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ধারণা, আগামী সপ্তাহের শুরুতেই নিষেধাজ্ঞার এই প্রক্রিয়া শুরু হতে পারে।

45
বিপদে ভারত-রাশিয়া?

এদিকে আমেরিকার এই কঠোর নীতি বা নতুন বিল আইনে পরিণত হলে এই পদক্ষেপের ফলে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ রাশিয়ার সস্তা তেল ভারতের জ্বালানি অর্থনীতির একটি বড় অংশ। তবে এখন দেখার বিষয়, হোয়াইট হাউসের এই কড়া অবস্থানের জবাবে দিল্লি ও বেজিং কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে।

55
রুশ তেল আমদানিতে লাগাম আমেরিকার

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন যে, বহুল প্রতীক্ষিত একটি আইন বা বিল পাসের পথে বড় বাধা দূর হয়েছে। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি জানান, বুধবার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর একটি অত্যন্ত "ফলপ্রসূ" বৈঠক হয়েছে। এবং প্রেসিডেন্ট এই বিলটিতে সম্মতি দিয়েছেন। জানা গিয়েছে, এই বিলটি পাশ হলে রাশিয়ার তেল আমদানিতে লাগাম টানতে ট্রাম্পকে বাড়তি ক্ষমতা দেওয়া হবে আমেরিকাকে। 

Read more Photos on
click me!

Recommended Stories