- Home
- World News
- Bangladesh News
- অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা, নেপথ্যে 'ভারত বিদ্বেষ' ইস্যু?
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা, নেপথ্যে 'ভারত বিদ্বেষ' ইস্যু?
India Bangladesh Tourists Visa: দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে পড়শি দেশের সঙ্গে সম্পর্ক। এবার ভারতীয় পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দিলো বাংলাদেশ। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বাংলাদেশে বন্ধ ভারতীয়দের জন্য পর্যটক ভিসা
এবার অশান্ত বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালনের জেরে বন্ধ হয়ে গেলো ট্যুরিস্ট ভিসা। ফলে এবার থেকে আর বাংলাদেশ ভ্রমণে যেতে পারবেন না ভারতীয়রা। জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখেই আগামী মাস দুয়েক ভারতীয় পর্যটকদের জন্য বন্ধ বাংলাদেশ ভিসা। বুধবার থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে।
ভারতে মিলছে না বাংলাদেশের ভিসা
সরকারি সূত্রে খবর, বাংলাদেশে অশান্তির আবহে আগেই উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার আগরতলায় উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে ঘুরতে যাওয়ার জন্য ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ রেখেছে নয়া দিল্লিও। আর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। বুধবার থেকে ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় এবার আর সারা ভারতের কোথাও থেকে মিলবে না বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা পরিষেবা।
কেন বন্ধ করে দেওয়া হলো ভিসা?
অশান্ত বাংলাদেশে দিনদিন যেভাবে বাড়ছে ভারত বিদ্বেষ এবং সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ। তাতে মনে করা হচ্ছে, ভারতীয় পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুই দেশের বিদেশ মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কোন কোন ভিসা মিলছে?
তবে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা মিলছে-ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার জন্য, বিজ়নেস ভিসা বা ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাওয়ার জন্য এখনও চালু আছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা দেওয়া হবে। কারণ, এই ধরনের ভিসা বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়। তাই ক’জন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা থাকছেন, সে সব তথ্য সে দেশের কর্তৃপক্ষের কাছে বিশদে থাকে। ফলে তাঁদের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত রাখা অপেক্ষাকৃত সহজ হয় বলেই মনে করা হচ্ছে।
বন্ধ বাংলাদেশ ভ্রমণ ভিসা
তবে পর্যটকদের ক্ষেত্রে বাংলাদেশ ভিসা ইস্যু করার পর আপ তাদের থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া অতটা সোজা নয় বলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি মাথায় রেখে বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশ ভ্রমণের জন্য ভারতীয় পর্যটকদের ট্যুরিস্ট ভিসা প্রদান। ফের কবে থেকে এই পরিষেবা চালু হবে সেই বিষয়েও সুনির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে। ফলে আপাতত স্থগিত রইল ভারতীয়দের জন্য পদ্মাপারে ভ্রমণ।

