বন্যায় বিপর্যস্ত মার্কিন মুলুক। আচমকা বন্যায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। হড়পা বানে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
27
বাড়ছে মৃতের সংখ্যা
মধ্য টেক্সাসে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫টি শিশু রয়েছে বলে জানা গিয়েছে। সান আন্তোনিও থেকে প্রায় ৮৫ মাইল উত্তর-পশ্চিমে গুয়াডালুপ নদীর কাছে এই বিপর্যয় ঘটেছে।
37
উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী
এখন পর্যন্ত ৮৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন রাতভর জল বাড়তে থাকায় গাছ ও ছাদে আশ্রয় নিয়েছিলেন। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় নদীর জল দ্রুত ২৯ ফুট বেড়ে গিয়েছিল।
কেরভিলে অবস্থিত জনপ্রিয় গ্রীষ্মকালীন ক্যাম্প ক্যাম্প মিস্টিকের ২৭ জন মেয়ে নিখোঁজদের মধ্যে রয়েছে। কেরভিল সিটি ম্যানেজার ডাল্টন রাইস বলেছেন, "আমরা নিখোঁজ ২৭ জনকে খোঁজার চেষ্টা করছি, তবে সংখ্যাটা আরও বেশি থাকতে পারে। আমরা এখনও জানি না।" এই ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে।
57
অপ্রত্যাশিত বন্যায় দিশেহারা মানুষ
জানা গিয়েছে, শুক্রবার ভোর থেকেই বন্যা শুরু হয়েছিল। আচমকা এই বন্যায় কিছু বুঝে ওঠার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কের কাউন্টির বিচারক রব কেলি বলেন, "নদীর জল যতটা দ্রুত বেড়েছে, কেউ তা আশা করেনি। কেউ এটা আঁচ করতে পারেনি।" আকস্মিক এই বন্যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।
67
চলছে উদ্ধার অভিযান
এই অপ্রত্যাশিত বন্যা সম্পর্কে আগেভাগে কোনও সতর্কতা পাওয়া যায়নি। ফলে খুব দ্রুতই গুয়াদালুপে নদীর জল বিপদসীমার উপরে চলে যায়। এখনও পর্যন্ত ২৩৭ জন স্থানীয়কে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।
77
ড্রোন দিয়ে নিখোঁজদের সন্ধান
বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি এই উদ্ধার অভিযানে নামানো হয়েছে ১২টি ড্রোন। নিখোঁজদের খুঁজে পেতে যুদ্ধ গতিতে চলছে অভিযান।