সুন্দর পিচাই এবং সত্য নাদেলার পাশাপাশি, মাইক্রনের সঞ্জয় মেহরোত্রা, টিআইবিসিও সফটওয়্যারের প্রধান বিবেক রণদিভে এবং পলান্টির অন্যতম কর্তা শ্যাম শঙ্কর, ই তিনজন ভারতীয় বংশোদ্ভূত সিইও-রাও এই ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন। সেইসঙ্গে, মেটার তরফে মার্ক জুকারবার্গ, গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, ওপেনএআই-এর প্রধান কর্মকর্তা স্যাম অল্টম্যান, প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান, ওরাকলের সিইও সাফরা কেটজ, ব্লু অরিজিনের সিইও ডেভিড লিম্প, স্কেল এআই-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্দ্রা ওয়াং এর মতো বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এদিন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল।