Trump on Hollywood Movies: সিনেমা তৈরি করলেই দিতে হবে ১০০ শতাংশ শুল্ক, ভারতের উপর ফের কোপ ট্রাম্প প্রশাসনের!

Published : May 05, 2025, 12:47 PM IST
Donald Trump

সংক্ষিপ্ত

Donald Trump Tariff: দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই একের পর এক কাজে সংবাদ শিরোনামে রয়েছেন তিনি। বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন তিনি।     

Donald Trump Tariff: দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই একের পর এক কাজে সংবাদ শিরোনামে রয়েছেন তিনি। বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ থেকে শুরু করে ভিসা নীতি। হোয়াইট হাউসে এসে সবকিছুতেই পরিবর্তন এনেছেন ট্রাম্প (US President Donald Trump)।

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নিশানায় এবার সিনেমা! হলিউড (Hollywood Movie) মুভির উপর কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সূত্রের খবর, এবার থেকে আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনও সিনেমার উপর ১০০ শতাংশ কর আদায় করবে মার্কিন সরকার (America News)।

এদিকে ট্রাম্পের রোষের মুখে পড়তেই শুরু হয়ে গিয়েছে মার্কিন প্রশাসনের তরফে কর আদায়ের কাজ। দেশের বাইরে যে সমস্ত সিনেমা প্রযোজিত হয়েছে সেই সমস্ত সিনেমা থেকে ১০০ শতাংশ কর নেবে আমেরিকা। এর ফলে ভারতে প্রযোজিত ছবিগুলি আমেরিকায় মুক্তি পেলে মার্কিন প্রশাসনকে বাড়তি কর দিতে হবে প্রযোজনা সংস্থাগুলিকে। এমনটাই সূত্র মারফত খবরে জানা গিয়েছে।

এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, আমেরিকায় সিনেমা শিল্প পুরোপুরি ধংসের পথে। করুণ চিত্র দেখা গিয়েছে হলিউড সিনেমা ইন্ড্রাস্ট্রিতে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, আমেরিকান স্টুডিয়ো ও চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে সেই নির্দিষ্ট দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমেরিকার অর্থনীতির কোনও লাভ হচ্ছে না বলেই দাবি করেছেন তিনি।

সোমবার এই বিষয়ে বলতে গিয়ে এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, ''চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিয়োগুলিকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে। হলিউড এবং আমেরিকার অন্য অনেক জায়গা বিধ্বস্ত হয়ে পড়ছে। বিভিন্ন দেশ একত্রে এই কাজ করছে। ফলে এটি আমেরিকার জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান। এরফলে দেশের সিনেমা ক্ষেত্রের ব্যাপক ক্ষতি হচ্ছে।''

শুধু তাই নয়, পুরো বিষয়টিকে ট্রাম্প সিনেমা শিল্পের সঙ্গে চক্রান্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন। ট্রাম্প আরও বলেন, ''‘আমি বাণিজ্য দফতরকে বলব, বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে, অবিলম্বে সেগুলির উপর ১০০ শতাংশ কর আরোপ করা হোক। আবার বলছি, আমাদের চাই আমেরিকায় তৈরি সিনেমা।'' এছাড়াও ট্রাম্পের এই নির্দেশিকা পাওয়ার পরই মার্কিন বাণিজ্য দফতরের সচিব হোয়ার্ড লুটনিক জানান, তারা শুল্ক আদায়ের কাজ শুরু করে দিয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যে একটি বিষয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। বিদেশি প্রযোজনা সংস্থাগুলির উপর শুল্ক আরোপিত হবে, না যে সমস্ত আমেরিকান বিদেশে গিয়ে ছবি বানাচ্ছেন, তাঁদের কর দিতে হবে, তা এখনও পরিষ্কার নয়। তবে কর যে দিতে হবে সে কথা স্পষ্ট জানিয়েছেন তিনি।

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই চিনকে ধাক্কা দিয়ে আমেরিকা চিন থেকে আসা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে। এখন চিন থেকে আমেরিকায় যে পণ্য আসবে, তার উপর ২৪৫% কর লাগবে। আগে এই কর ছিল ১৪৫%, কিন্তু চিনের পাল্টা শুল্ক বৃদ্ধির জবাবে আমেরিকাও এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। গত ১৫ এপ্রিল হোয়াইট হাউস জানায় যে, এখন চিন থেকে আমদানি করা পণ্যের উপর ২৪৫% কর নেওয়া হবে। এটিকে একটি বড় এবং কঠোর সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আমেরিকা ভারত এবং অন্যান্য দেশের উপর আরোপিত শুল্ক আপাতত ৯০ দিনের জন্য স্থগিত করেছে, কিন্তু চিনকে স্পষ্টভাবে ধাক্কা দিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?