Trump on Drugs Tariff: পণ্যের পর এবার ওষুধ! ফের শুল্কের কোপ। এবার ভারতের ওষুধের ওপর চড়া শুল্ক চাপালো আমেরিকা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ভারতীয় পণ্যের পর এবার ওষুধে নজর। ফের শুল্কের কোপ বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, ভারত থেকে ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি।
25
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানিয়েছেন যে, এবার ভারত থেকে আমদানি করা ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ কর চাপানো হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।
35
ট্রাম্পের সিদ্ধান্তে অস্বস্তিতে ভারত
জানা গিয়েছে, ট্রাম্পের এই হটকারি সিদ্ধান্তে বেজায় অস্বস্তিতে ভারত। কারণ, এই ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ওষুধের একটি বিরাট অংশ ভারত থেকে রফতানি করা হয়। ফলে ১০০ শতাংশ শুল্ক চাপালে ওষুধের ব্যবসা মার খাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন ট্রাম্প বলেন, ‘’১ অক্টোবর থেকে আমরা যেকোনও ব্রান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক বসাব, যদি না তারা আমেরিকায় ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। নির্মাণ শুরু হবে, সেটাই চুক্তি। কোনও ছাড় পাওয়া যাবে না।''
55
অন্যান্য পণ্যের ওপরও কর
তবে শুধু ওষুধের ওপরই শুল্ক নয়। কিচেন ক্যাবিনেট, বাথরুমের বিভিন্ন সামগ্রীর উপরেও ৫০ শতাংশ শুল্ক বসানোর কথা বলেছেন ট্রাম্প। ৩০ শতাংশ শুল্ক বসানো হবে ফার্নিচারে, ২৫ শতাংশ শুল্ক বসানো হবে ভারী ট্রাকে। শুধু তাই নয়, নতুন করে এই শুল্ক চাপানোর জন্য যুক্তিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, বিদেশ থেকে আমদানি করা এই পণ্যগুলির জন্য আমেরিকান কোম্পানিগুলি সমস্যায় পড়ছে। তাদের উৎপাদন ও পণ্য বিক্রি চ্যালেঞ্জের মুখে পড়ছে। দেশের জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণেই শুল্ক বসাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাম্প।