গর্ভাবস্থায় প্যারাসিটামল খেলে শিশুর অটিজম হতে পারে! ট্রাম্পের আজব দাবি নস্যাৎ WHO-র

Published : Sep 25, 2025, 06:54 AM IST
donald trump

সংক্ষিপ্ত

Trump On Paracetamol: গর্ভাবস্থায় মায়ের প্যারাসিটামল খাওয়া শিশুদের অটিজমের কারণ হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাই দাবি করেছেন। WHO সেই দাবিকে রিজেক্ট করেছেন।

Trump On Paracetamol: বিশ্বব্যাপী অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD)-এ ভুগছে লক্ষ লক্ষ শিশু। ভারতও এর ব্যতিক্রম নয়। ভারতে অটিজমের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিক্সে প্রকাশিত ২০২১ সালের একটি গবেষণা অনুসারে ভারতে অটিজমে ভুগছে ৬৮ জন শিশুর মধ্যে ১ জন। মেয়েদের তুলনায় ছেলেরা অটিজমে বেশি আক্রান্ত হচ্ছে। এ সবের মধ্যে এখনও এই প্রশ্নের উত্তর অধরা যে, কেন অটিজম বা ADHD হয়। এই বিষয়ে নির্দিষ্ট কোনও উত্তর এখনও চিকিৎসকদের কাছে নেই। নানা গবেষণায় উঠে এসেছে নানা তথ্য।

গর্ভবতী নারীরা ব্যাথানাশক ওষুধ টাইলেনল (প্যারাসিটামল) খেলে পরবর্তীতে সন্তানের অটিজম দেখা দিতে পারে–– ট্রাম্প প্রশাসন এরকম নির্দেশনা জারি করতে পারে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। তবে এটি চিকিৎসা নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক।

কেন এই কথা বললেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, "অটিজম সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে...। আমার ধারণা, আমরা হয়তো এর একটি কারণ খুঁজে পেয়েছি।"

হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'টাইলেনল খাবেন না। খাবেন না। যেভাবেই হোক খাওয়া থেকে বিরত থাকুন।' তবে তিনি আরও বলেন, 'কখনও কখনও হয়তো এই ওষুধ খেতে হতে পারে। তখন সেটা নিয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।' 

একই সঙ্গে ট্রাম্প শিশুদের ভ্যাকসিন দেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে, হাম, মামস ও রুবেলার মতো টিকা একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা দেওয়া উচিত। বস্তুত, টাইলেনল অন্যান্য দেশে প্যারাসিটামল নামেও পরিচিত। 

ট্রাম্পের এই দাবির পিছনের কারিগর হচ্ছেন তাঁরই মন্ত্রকে স্বাস্থ্যমন্ত্রী। যিনি অটিজম চিকিৎসার সঙ্গেও জড়িত রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) ঘোষণা করেছে, প্যারাসিটামল জাতীয় ওষুধের প্যাকেজে এমন এক লেবেল যুক্ত করা হবে, যেখানে উল্লেখ থাকবে যে এই ওষুধ শিশুদের অটিজম ও অতি-চঞ্চলতা বা মনোযোগহীনতার (এডিএইচডি) ঝুঁকি বাড়াতে পারে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসক সংগঠন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস দীর্ঘকাল ধরে প্যারাসিটামলকে গর্ভাবস্থায় মহিলাদের জন্য নিরাপদ ওষুধ হিসেবে সুপারিশ করে আসছে। আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টসের প্রেসিডেন্ট স্টিভেন জে. ফ্লেইশম্যান ট্রাম্পের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে আখ্যা দিয়েছেন।

টাইলেনল নামে পরিচিত প্যারাসিটামল ওষুধটি প্রায়শই গর্ভবতী মহিলাদের ব্যথা কমানোর জন্য দেওয়া হয়। এছাড়াও অন্য কোনও ধরনের ব্যথা যেমন - দাঁত ব্যথা, মাথা ব্যথা এবং জ্বরেও এই ওষুধটি খুবই কার্যকর বলে মনে করা হয়। যদিও, ডোনাল্ড ট্রাম্পের দাবির পর এই ওষুধ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তবে তাতেই দাঁড়ি টানলেন হু-অধিকর্তা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?