Donald Trump On NATO: রাশিয়া বনাম ইউক্রেন সঙ্ঘাত মেটাতে এবার সরাসরি রাশিয়া থেকে তেল কেনা বন্ধের জন্য ন্যাটোভুক্ত দেশগুলিকে আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ভারতে সুর নরম হলেও এবার ন্যাটোর সদস্য দেশগুলির ওপর রাশিয়া থেকে তেল কেনা নিয়ে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ার পেজ ট্রুথ সোশ্যালে সরাসরি ন্যাটোভুক্ত দেশগুলিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, একইসঙ্গে রাশিয়া থেকে পেট্রোলিয়াম কিনলে চিনের উপর আরও শুল্কের বোঝা চাপানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
25
সোশ্যাল মিডিয়ায় কী দাবি ট্রাম্পের
রাশিয়ান অয়েল কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের দাবি, ভারত সহ অন্যান্য দেশগুলি রাশিয়া থেকে তেল কিনছে বলে রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটছে না। এবার ন্যাটোভুক্ত দেশগুলি যদি রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে দেয় তাহলেই দুই দেশের মধ্যে চলা এই যুদ্ধ থামানো সম্ভব হবে।
35
ন্যাটোকে চিঠি ট্রাম্পের
এখানেই শেষ নয়। ন্যাটো সদস্য দেশদের লেখা এক চিঠিতে ট্রাম্প লিখেছেন যে, ‘’সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাঁদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি, সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।'' ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে এখনও ১০০ শতাংশ প্রতিজ্ঞাবদ্ধ নয় ন্যাটো দেশগুলি।
এদিকে ভারত ছাড়াও রুশ তেলের আরও বড় ক্রেতা হল চিন। রাশিয়া থেকে সস্তায় প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ক্রয় করে থাকে লাল চিন। এবার সেই চিনের ওপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্টের দাবি, চিন যদি রাশিয়া থেকে তেল কেনা না বন্ধ করে তাহলে ভবিষ্যতে চিনের উপরেও অত্যাধিক হারে শুল্ক চাপানো হবে।
55
বেজিংকে শাসানি চিঠি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, বেজিংকে জব্দ করা গেলেই দুর্বল হবে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যে, ‘’ন্যাটো গোষ্ঠীর দেশগুলিকে চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানো উচিত। যা রাশিয়া-ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধকে থামাতেও সাহায্য করবে।''