ছাত্রছাত্রীদের পাশাপাশি পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকাতে পাড়ি দেওয়ার সংখ্যাও অনেকটা বৃদ্ধি পেয়েছে।
নিঃসন্দেহে ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর। পথ খুলে যাচ্ছে আরও। তবে ছাত্রছাত্রীদের পাশাপাশি পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকাতে পাড়ি দেওয়ার সংখ্যাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর তাই এই নিয়ে টানা দ্বিতীয় বছর ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য আমেরিকা দশ লক্ষেরও বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রদান করেছে।
অন্যদিকে, ঘুরতে যাওয়ার জন্যও ভিসার আবেদন প্রচুর এসেছে। বলা চলে, সেই সংখ্যাতেও নতুন রেকর্ড তৈরি হয়েছে চলতি বছর। আমেরিকান দূতাবাসের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৪ সালে আমেরিকায় সবথেকে বেশি আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা গেছে ভারত থেকে।
প্রায় ৩,৩১,০০০-এরও বেশি ছাত্রছাত্রী এই বছর ভারত থেকে আমেরিকায় গিয়ে বিভিন্ন কোর্সে যোগদান করেছে। এছাড়াও আমেরিকায় আসা বিদেশী স্নাতক ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী বর্তমানে ভারতীয়। গত বছরও এই তালিকায় ভারত শীর্ষস্থানে ছিল। তবে এই বছর প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেই সংখ্যা। প্রায় দুই লক্ষ স্নাতক ছাত্রছাত্রী এই বছর ভারত থেকে আমেরিকায় গেছে পড়াশোনা করতে।
সেইসঙ্গে, পর্যটন এবং ব্যবসার কারণেও ইউএস ভিসার জন্য আবেদনকারী ভারতীয়দের সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত চার বছরে ভারত থেকে আমেরিকাতে ভ্রমণকারীর সংখ্যাও লাফিয়ে প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের প্রথম ১১ মাসে ২০ লক্ষেরও বেশি ভারতীয় আমেরিকাতে ভ্রমণ করেছেন। যা গত বছরের হিসেবের তুলনায় প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।