Trump On India Tariffs: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে রুশ তেল কেনার শাস্তি। ফের ২৫ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা। দুই দফায় ভারতের ঘাড়ে ৫০ শতাংশ করের বোঝা চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
রাশিয়া থেকে তেল কিনলে শাস্তি পেতেই হবে ভারতকে। আগেই এই কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কথা অনুযায়ী সেই কাজই করে দেখালেন তিনি। ভারতের ওপর আরও ২৫ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশ হারে শুল্ক করের বোঝা চাপাল আমেরিকা। বুধবারই মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর যে ৫০ শতাংশ কর চাপানো হল সেই কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
26
কেন ভারতের ওপর এত শুল্কের বোঝা?
মার্কিন প্রেসিডেন্ট আগেই এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। যে, ভারত যদি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ফের রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে তাহলে তার ফল ভোগ করতে হবে ভারতকে। যেমনি বলা তেমনই কাজ। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফরের মধ্যেই ভারতের ঘাড়ে আরও ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপাল আমেরিকা।
36
কবে থেকে কার্যকর হবে এই নিয়ম?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন যে, আগামী ২৭ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে। এর জন্য তিনি এগজিকিউটিভ অর্ডারে সইও করেছেন। এবং বুধবার থেকেই হোয়াইট হাউসের তরফে এই করের পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুলাই মাসে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিল। ১ অগাস্ট সেই নিয়ম কার্যকর হয়েছে। আর এবার ফের ভারতকে জরিমানা করল ট্রাম্প। রুশ বাণিজ্য করায় ট্রাম্পের রোষানলে ভারত। কারণ, মাত্র ২১ দিনের মধ্যে ভারতের ওপর আরও ২৫ শতাংশ হারে করের বোঝা অর্থাৎ মোট ৫০ শতাংশ করের বোঝা চাপাল আমেরিকা।
56
অবস্থান স্পষ্ট ভারতের
যদিও মার্কিন শুল্ক চাপানো নিয়েই আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত সরকার। সম্প্রতি কেন্দ্রের এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, দেশের স্বার্থরক্ষা সবার আগে অগ্রাধিকার পাবে। ফলে ট্রাম্পের কর নীতি নিয়ে ভারত যে এতটুকুও বিচলিত নয়, সেই কথায় স্পষ্ট জানান ওই আধিকারিক। এমনকি ভারত যে রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাবে সেই কথাও জানিয়েছে কেন্দ্র সরকার।
66
অন্যান্য দেশের ওপর কত শতাংশ শুল্ক?
মার্কিন মসনদে দ্বিতীয়বারের জন্য বসার পর থেকেই একের পর এক নীতি গ্রহন করেই চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। কর নিয়ে চলছে কড়াকড়ি। এরই মধ্যে ফের নতুন কর আরোপের কথা ঘোষণা করেছেন তিনি। একাধিক দেশের ওপর চাপিয়েছেন করের বোঝাও। বাংলাদেশের ওপর কর চাপিয়েছেন ২০ শতাংশ। পাকিস্তানের ওপর ১৯ শতাংশ। আর ভারতের উপর ফের করের বোঝা চাপালেন একধাক্কায় ৫০ শতাংশ।