- Home
- West Bengal
- West Bengal News
- সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে এইরকম আবহাওয়া? জানুন এক ঝলকে
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে এইরকম আবহাওয়া? জানুন এক ঝলকে
WB Weather Update: শ্রাবণের শেষবেলায় মনসুন ব্রেক! ফিকে হচ্ছে মৌসুমি বায়ু। লক্ষ্মীবারে দিনভর কেমন থাকবে কলকাতা সহ শহরতলির আবহাওয়া? বিস্তারিত জানতে চোখ রাখুন ফটো গ্যালারিতে…

আজকের আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। যা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্য বাংলাদেশে রয়েছে আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী কয়েক দিন ওয়াইড স্প্রেইড রেইন হবে বাংলায়।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদীয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
ভারী বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। শনিবার , রবিবার এবং সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
ব্রেক মনসুন
হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষার বিরতি (Break in Monsoon) হল বর্ষা মরশুমের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া। মৌসুমী বায়ুর স্থান পরিবর্তনের কারণে এটা ঘটে থাকে। অনেকেই কিছুদিনের জন্য বৃষ্টি না হওয়া বলেও মনে করেন। বর্ষার বিরতি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এটি প্রতি বছরই কমবেশি ঘটে থাকে। তবে একটিভ মনসুন থেকে ব্রেক মনসুনের সময়সীমার তারতম্য ঘটে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে
শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলাতে।
ভারী বৃষ্টির কারণে বাড়বে নদীর জলস্তর
মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ
গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের গয়েরকাটায় ১২০ মিলিমিটার। বক্সা দুয়ার দলগাঁও ৮০ মিলিমিটার। মেখলিগঞ্জ আনন্দপুর ৭০ মিলিমিটার। কুমারগ্রাম পাটকা পাড়া গোপালপুর ৬০ মিলিমিটার। ময়নাগুড়ি ওদলাবাড়ি ভাত খাওয়া সরস্বতীপুর ৫০ মিলিমিটার। গাজোলডোবা জুড়ান্তি হাসিমারা ৪০ মিলিমিটার।

