
Venezuelan Oil Industry: কোনও রাখঢাক নয়। সোজা কথা বলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার দখল করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'আমাদের দেশে বিশ্বের সেরা তেল সংস্থাগুলি আছে। আমাদের তেল সংস্থাগুলি সবচেয়ে বড় ও সেরা। আমরা ভেনেজুয়েলার তেল শিল্পের সঙ্গে অবশ্যই যুক্ত হব।' শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolás Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে (Cilia Flores) আটক করে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। যদিও ভেনেজুয়েলা সরকার এখনও সে কথা স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের (Delta Force) হেফাজতে। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হবে বা তাঁর সঙ্গে কী করা হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
ভেনেজুয়েলায় বিমান হামলা চালানো এবং তেলের ভাণ্ডারের দখল নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স (US Vice President JD Vance)। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘প্রেসিডেন্ট ওদের অনেকবার ঠিক পথে আসার সুযোগ দিয়েছিলেন। আমরা বরাবরই এ বিষয়ে স্পষ্ট লক্ষ্যের কথা জানিয়ে এসেছি। মাদক চোরাচালান অবশ্যই বন্ধ করতে হবে। চুরি করা তেল মার্কিন যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে। মাদুরো সাম্প্রতিকতম ব্যক্তি হিসেবে দেখতে পেলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তা করে দেখান। আমাদের বিশেষ বাহিনীর সদস্যদের কুর্ণিশ জানাই। তাঁরা অনবদ্য অভিযান চালিয়েছেন।’
মার্কিন বাহিনী যেভাবে বিনা প্ররোচনায় ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে, সারা বিশ্বে বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হচ্ছে। তবে এই অভিযানের পক্ষে সাফাই দিয়ে ভান্স বলেছেন. ‘আপনি কারাকাসে (Caracas) এক প্রাসাদে বাস করেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য শাস্তি এড়িয়ে যেতে পারবেন না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।