রুশ পাইলটের যুদ্ধ বিরোধী মন্তব্য, শাস্তির খাঁড়া নেমে আসবে নাতো- আশঙ্কায় নেটদুনিয়া

পাইলট বলেন, ' ব্যক্তিগতভাবে আমার কাছে ইউক্রেন যুদ্ধ একটি অপরাধ।' পাইলটের এই সাহসী মন্তব্যের জন্য সকলেই তাঁকে ধন্য ধন্য করেন। ইউক্রেনের এক আধিকারিক বলেছেন পাইলট রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অ্যারোফ্লাইটের সহযোগী সংস্থা পোবেদায় কর্মরত। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War ) নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন। নির্দ্বিধায় জানিয়েছিলেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি অপরাধ। বিমানেই যাত্রীদের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিয়েছিলেন এক রুশ পাইলট (Russian Pilot)। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে যায়। যুদ্ধের জন্য গোটা বিশ্বে যখন প্রায় একঘরে রাশিয়া তখন নেটিজেনরা ধন্য ধন্য করে রুশ পাইলটের। তাঁর সহসেরও প্রশংসা করে। 

রুশ পাইলনের প্রশংসা করেছেন ইউক্রেনের কূটনীতিক ওলেক্সান্ডার শেরবা। তিনি সোশ্যাল মিডিয়ায় পাইলককে স্যালুট জানিয়েছেন।  পাইলট যাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, 'এখন আপনাদের ক্যাপ্টেন কথা বলেছে। আন্টিলিায় আপনাদের সকলে স্বাগত। পোবেদার সঙ্গে উড়ানের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।' সাধারণ এই কথাগুলির বলার পরই পাইলট বলেন, ' ব্যক্তিগতভাবে আমার কাছে ইউক্রেন যুদ্ধ একটি অপরাধ।' পাইলটের এই সাহসী মন্তব্যের জন্য সকলেই তাঁকে ধন্য ধন্য করেন। ইউক্রেনের এক আধিকারিক বলেছেন পাইলট রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অ্যারোফ্লাইটের সহযোগী সংস্থা পোবেদায় কর্মরত। কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন তারপর তার চাকরি থাকবে কিনা তাই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। 

Latest Videos

দেখুন ভিডিওটিঃ

শুধু ইউক্রেনের আধিকারিকরা বা কূটনীতিক নন। অনেকই নেটিজেনই পাইলটের প্রশংসা করেন। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেন তাঁর নিরাপত্তা নিয়ে। অনেকেই বলেন, যেসব রাশিয়ানরা যুদ্ধের বিরোধিতা করছেন তাদের  জেলে বন্দি করে রাখছেন পুতিন। এই পাইলটও যুদ্ধের বিরোধী। তা তিনি  প্রকাশ্যে জানিয়েছেন। তাই তারও ওপরেও পুতিনের শাস্তির খাড়া নেমে আসতে পারে।  তবে তিনি যদি দেশ ছেড়ে অন্যত্র চলে যান তাহলে অনেকটাই নিরাপত্তা পাবেন বলেও জানিয়েছেন। 


দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। এখনও পর্যন্ত তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার প্রায় প্রায় ৮০ জনই শিশু। ২ কোটিরও বেশি ইউক্রেনীয় শরণার্থী হয়েছে। অধিকাংশই আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। 

কিন্তু ইউক্রেনের জয়ে অনড় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পশ্চিমে একটি বিমান বন্দরে নতুন করে বিমান হামলা চালায় রাশিয়া। কিন্তু পাল্টা ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা খারকিভ ও মাইকোলাই এলাকায় হামলা চালিয়েছে। কিয়েভ দখলের রুশ চেষ্টা এখনও সফল হয়নি। রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেন বাহিনীর তীব্র সংঘাত চলছে ইউক্রেনে। অন্যদিরে পরিত্যক্ত পরমাণুকেন্দ্র চেরনোবিল অধিগ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইুক্রেনীয় সেনা। কয়েক দিন ধরেই এই পরমাণু কেন্দ্র রুশ সেনার দখলে রয়েছে। সেখানে ইউক্রেনীয়দের বন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

এই পরিস্থিতিতে এদিন রাশিয়া ও ইউক্রেন চতুর্থ দফায় শান্তি বৈঠকে বসতে চলেছে। বেলারুশ সীমান্ত হতে পারে আলোচনা। কিন্তু বৈঠকের আগেই আগ্রাসী রুশ সেনা বাহিনী। একের পর শহরে হামলা চালাচ্ছে। গুঁড়িয়ে দিচ্ছে আবাসিক এলাকা। 

প্রধানমন্ত্রী ঢালাও প্রশংসা কংগ্রেস নেতা শশী থারুর মুখে, উত্তর প্রদেশ জয়ের পুরো কৃতিত্ব মোদীর

১২ ফুটের দেওয়ালে চড়ে তাক লাগিয়ে দিল কিশোরী, নেটিজেনরা মুখে শুধুই 'স্পাইডার-গার্ল'

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia