Viral News: লিঙ্গবর্ধক ওষুধ নয়, পুরুষাঙ্গে ইলেকট্রিক শক নিলেই কমে যাবে ১৫ বছর বয়স! দারুণ খুশি ব্রায়ান জনসন

Published : Nov 11, 2023, 12:46 PM IST
 Bryan Johnson

সংক্ষিপ্ত

এর আগে তিনি নিজের বয়স কমানোর জন্য নিজের ১৭ বছর বয়সি ছেলের প্লাজমা নিজের শরীরে প্রয়োগ করেছিলেন। কিন্তু, এবার তিনি যা করেছেন, তা শুনে সারা শরীরে কাঁটা দিয়ে উঠতে পারে।

বয়স হল জীবনের এমন এক অব্যর্থ পাওয়া, যা পেয়ে বিশ্বের অধিকাংশ মানুষই খুশি হতে পারেন না। কেউ সংখ্যায় জন্মতারিখ কমিয়ে দেখাতে চান, কেউ আবার মেক আপ করে বলিরেখা ঢাকতে চান। মেদ ঝরানোর পাশাপাশি শরীরী ভাঁজ দূর করতে বিভিন্ন দুঃসাহসিক অস্ত্রোপচারেরও সাহায্য নিয়ে থাকেন কোটি কোটি মানুষ। কেউ মুখে মাখেন ব্যাসন আর কেউ যৌনতায় সক্ষম থাকার জন্য খেয়ে থাকেন লিঙ্গবর্ধক ওষুধ। কিন্তু, এই সমস্ত ধরনের চেষ্টাকে ছাপিয়ে যায় ৪৬ বছর বয়সি ব্রায়ান জনসনের বয়স কমানোর প্রচেষ্টা। 

-

ডায়েট করা বা দৈনন্দিন রুটিনে কঠোর হওয়া তো ছিলই, তার সঙ্গে যুক্ত হল ‘শক থেরাপি’। এই শক থেরাপির কথাই রেডিওর অনুষ্ঠানে প্রকাশ করলেন ৪৬ বছর বয়সি ব্রায়ান জনসন, যিনি একজন শিল্পপতি ও ‘বায়োহ্যাকার’, অর্থাৎ, নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য শরীর, খাদ্য এবং জীবনযাত্রায় ক্রমাগত পরিবর্তন করে থাকেন। এর আগে তিনি নিজের বয়স কমানোর জন্য নিজের ১৭ বছর বয়সি ছেলের প্লাজমা নিজের শরীরে প্রয়োগ করেছিলেন। কিন্তু, এবার তিনি যা করেছেন, তা শুনে সারা শরীরে কাঁটা দিয়ে উঠতে পারে। 

-

রেডিওর অনুষ্ঠানে ব্রায়ান জানিয়েছেন যে তিনি নিজের বয়স কমানোর জন্য ‘শক থেরাপি’ গ্রহণ করেছেন। এই থেরাপির মাধ্যমে পুরুষাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়। একটি কাঠি জাতীয় ডিভাইস দিয়ে চিকিৎসকরা গ্রাহকের যৌনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে থাকেন। শুনে যতই হাড় হিম হয়ে যাক, এই থেরাপি গ্রহণ করে অত্যন্ত খুশি হয়েছেন ব্রায়ান। তিনি বলেছেন, ‘নিজের যৌনাঙ্গের বয়স প্রায় ১৫ বছর কমে গেছে বলে উপলব্ধি করছি।’ যৌন জীবন যাতে দুর্দান্ত আনন্দদায়ক থাকে, তার জন্য ২ মাস ধরে যৌনাঙ্গে শক নেওয়ার থেরাপি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন