Canada Theft: কানাডায় ১,৩০০ কোটি টাকা, সোনা চুরি, গ্রেফতার ২ ভারতীয় বংশোদ্ভূত-সহ ৬

Published : Apr 19, 2024, 02:06 PM ISTUpdated : Apr 19, 2024, 03:03 PM IST
Theft

সংক্ষিপ্ত

কানাডায় বহু ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির বাস। কানাডায় পড়াশোনা, চাকরি, ব্যবসা করেন ভারতীয়রা। কিন্তু এবার কানাডার ইতিহাসে বৃহত্তম চুরির ঘটনায় নাম জড়িয়ে গেল ভারতীয়দের।

ঠিক এক বছর আগে কানাডার টরন্টো বিমানবন্দর থেকে চুরি হয়েছিল বিপুল অর্থ ও সোনা। যার মূল্য ভারতীয় মুদ্রায় ১,৩০০ কোটি টাকারও বেশি। এই ঘটনায় ২ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি-সহ ৬ জনকে গ্রেফতার করা হল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ১৭ এপ্রিল জাল নথি দেখিয়ে টরন্টো বিমানবন্দর থেকে বিদেশি মুদ্রা ও সোনার বার-সহ একটি পণ্যবাহী বিমান নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কানাডার ইতিহাসে এটাই সবচেয়ে বড় সোনা চুরির ঘটনা। ফলে এই ঘটনা অত্যন্ত গুরুতর। চুরির খবর পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার এক বছর পর অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। পিল রিজিয়নাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সর্ষের মধ্যে ভূত!

পিল রিজিয়নাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুরির ঘটনার সঙ্গে এয়ার কানাডার অন্তত ২ জন প্রাক্তন কর্মী জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। সুইৎজারল্যান্ডের জুরিখ থেকে এয়ার কানাডার উড়ানে এই বিপুল সোনা ও অর্থ আসে। নিরাপদেই সোনা ও অর্থ রাখা ছিল। কিন্তু সেই সোনা ও অর্থ চুরি হয়ে যায়। বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত কেউ না থাকলে চুরি করা সম্ভব হত না। ভিতরের লোক ছিল বলেই চুরি করা সম্ভব হয়। তবে এক বছর লুকিয়ে থাকতে পারলেও, শেষপর্যন্ত ধরা পড়ে গেল চোরেরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র পাচার

বিপুল সোনা ও বিদেশি মুদ্রা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে আরও একটি অপরাধের হদিশ পেয়েছে কানাডা পুলিশ। কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Gurugram: খাবার ডেলিভারি দিতে গিয়ে জুতো চুরি! গুরুগ্রামে চাঞ্চল্য, ভাইরাল ভিডিও

Bengaluru: করোনা আবহে চাকরি খুইয়ে শুরু চুরি, গ্রেফতার প্রাক্তন তথ্যপ্রযুক্তি কর্মী

Pakistani Boxer Zohaib Rasheed: সতীর্থর ব্যাগ থেকে টাকা চুরি করে ইটালিতে উধাও পাক বক্সার

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে