গরিব ভেবে ছোট করা! দোকানের মালিককে মোক্ষম জবাব দিলেন তরুণী, ২ ঘন্টা টাকা গোনানোর পর কিছু না কিনে ফিরলেন

দামি ব্যাগ কিনবেন বলে দোকানে গিয়েছিলেন তরুণী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৬৮ লক্ষ টাকা।  বিলিং-র আগে সেখানের দুই কর্মচারী সেই টাকা গুণে দেখেন। প্রায় ২ ঘন্টা ধরে টাকা গুনেছিলেন তাঁরা। তারপর যেই মালিক বিল করতে যাবে, ঘটল বিপত্তি। মন বদল করলেন তরুণী। 

 

অপমানের প্রতিশোধ নিতে এক অবাক করা কাণ্ড ঘটালেন তরুণী। দোকানের কর্মীদের দিয়ে টাকা গোনানোর পর জিনিস না কিনে ফিরে এলেন তিনি।

দামি ব্যাগ কিনবেন বলে দোকানে গিয়েছিলেন তরুণী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৬৮ লক্ষ টাকা। পছন্দও করেন ব্যাগ। তারপর বিলিং-র আগে সেখানের দুই কর্মচারী সেই টাকা গুণে দেখেন। প্রায় ২ ঘন্টা ধরে টাকা গুনেছিলেন তাঁরা। তারপর যেই মালিক বিল করতে যাবে, ঘটল বিপত্তি। মন বদল করলেন তরুণী। টাকা ফেরত নিয়ে চলে যান তিনি।

Latest Videos

এর পিছনে রয়েছে এক বিশেষ কাহিনি। তরুণীর নাম জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় শিয়াওমাইউরেন নামে একটি অ্যাকাউন্ট আছে তাঁর। জানা গিয়েছে, চলতি বছরের জুন মাস নাগাদ লুই ভিত্তোঁর একটি ব্যাগ কিনবেন বলে শো রুমে গিয়েছিলেন তিনি। কিন্তু, সেখানে খারাপ ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার কাছে একটি দামি ব্যাগ ছিল। কিন্তু, দোকানের কর্মীরা আমায় ভালো করে পরখ করছিলেন। পোশাক দেখে আমার সামর্থ্য মেপে নিচ্ছিলেন তাঁরা। কর্মীরা বলাবলি করছিল, যেহেতু তিনি দামি পোশাক পরেননি, তাই দামি ব্যাগ কেনার ক্ষমতাও তাঁর নেই। সেদিন তাঁর প্রশ্নে সঠিক উত্তর দেননি তাঁরা। তেমনই তাঁকে সঠিক ভাবে সাহায্যও করা হয়নি। তাতে তাঁর খারাপ লাগে। তিনি দোকান ছেড়ে বেরিয়ে যান। তখনই প্রতিশোধ নেবেন ভাবেন।

তারপর নিজের বান্ধবীর সঙ্গে ফন্দি করেন। সম্প্রতি দোকানে গিয়েছিলেন তাঁরা। সেখানে দুজনই দামি পোশাক ও ব্যাগ নিয়ে গিয়েছিলেন। তাঁদের হাবভাব দেখে সকলে এগিয়ে আসে। ব্যস্ত হয়ে পড়ে কর্মীরা। শেষে একটি ব্যাগ পছন্দ করেন ও দাম বাবদ ৬৮ লক্ষ টাকা দেন কর্মীদের। তারা ২ ঘন্টা ধরে টাকা গোনেন। যেই মাত্র বিল করতে যাবেন, তখনই নিজের মত বদল করেন। বলেন, কিছু কেনার ইচ্ছা করছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও