গরিব ভেবে ছোট করা! দোকানের মালিককে মোক্ষম জবাব দিলেন তরুণী, ২ ঘন্টা টাকা গোনানোর পর কিছু না কিনে ফিরলেন

Published : Aug 24, 2024, 04:05 PM ISTUpdated : Aug 25, 2024, 08:05 AM IST
shopping

সংক্ষিপ্ত

দামি ব্যাগ কিনবেন বলে দোকানে গিয়েছিলেন তরুণী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৬৮ লক্ষ টাকা।  বিলিং-র আগে সেখানের দুই কর্মচারী সেই টাকা গুণে দেখেন। প্রায় ২ ঘন্টা ধরে টাকা গুনেছিলেন তাঁরা। তারপর যেই মালিক বিল করতে যাবে, ঘটল বিপত্তি। মন বদল করলেন তরুণী।  

অপমানের প্রতিশোধ নিতে এক অবাক করা কাণ্ড ঘটালেন তরুণী। দোকানের কর্মীদের দিয়ে টাকা গোনানোর পর জিনিস না কিনে ফিরে এলেন তিনি।

দামি ব্যাগ কিনবেন বলে দোকানে গিয়েছিলেন তরুণী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৬৮ লক্ষ টাকা। পছন্দও করেন ব্যাগ। তারপর বিলিং-র আগে সেখানের দুই কর্মচারী সেই টাকা গুণে দেখেন। প্রায় ২ ঘন্টা ধরে টাকা গুনেছিলেন তাঁরা। তারপর যেই মালিক বিল করতে যাবে, ঘটল বিপত্তি। মন বদল করলেন তরুণী। টাকা ফেরত নিয়ে চলে যান তিনি।

এর পিছনে রয়েছে এক বিশেষ কাহিনি। তরুণীর নাম জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় শিয়াওমাইউরেন নামে একটি অ্যাকাউন্ট আছে তাঁর। জানা গিয়েছে, চলতি বছরের জুন মাস নাগাদ লুই ভিত্তোঁর একটি ব্যাগ কিনবেন বলে শো রুমে গিয়েছিলেন তিনি। কিন্তু, সেখানে খারাপ ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার কাছে একটি দামি ব্যাগ ছিল। কিন্তু, দোকানের কর্মীরা আমায় ভালো করে পরখ করছিলেন। পোশাক দেখে আমার সামর্থ্য মেপে নিচ্ছিলেন তাঁরা। কর্মীরা বলাবলি করছিল, যেহেতু তিনি দামি পোশাক পরেননি, তাই দামি ব্যাগ কেনার ক্ষমতাও তাঁর নেই। সেদিন তাঁর প্রশ্নে সঠিক উত্তর দেননি তাঁরা। তেমনই তাঁকে সঠিক ভাবে সাহায্যও করা হয়নি। তাতে তাঁর খারাপ লাগে। তিনি দোকান ছেড়ে বেরিয়ে যান। তখনই প্রতিশোধ নেবেন ভাবেন।

তারপর নিজের বান্ধবীর সঙ্গে ফন্দি করেন। সম্প্রতি দোকানে গিয়েছিলেন তাঁরা। সেখানে দুজনই দামি পোশাক ও ব্যাগ নিয়ে গিয়েছিলেন। তাঁদের হাবভাব দেখে সকলে এগিয়ে আসে। ব্যস্ত হয়ে পড়ে কর্মীরা। শেষে একটি ব্যাগ পছন্দ করেন ও দাম বাবদ ৬৮ লক্ষ টাকা দেন কর্মীদের। তারা ২ ঘন্টা ধরে টাকা গোনেন। যেই মাত্র বিল করতে যাবেন, তখনই নিজের মত বদল করেন। বলেন, কিছু কেনার ইচ্ছা করছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: Largest Investment in Asia - মাইক্রোসফটের বিশাল বিনিয়োগ ভারতে, যা হতে চলেছে এশিয়ায় বৃহত্তম বিনিয়োগ