বেড়া টপকে বাঘের সামনে তরুণী, কীভাবে প্রাণ বাঁচাবে সে? ভিডিও দেখলে চমকে উঠবেন

Published : Aug 24, 2024, 10:18 AM IST
US Woman Climbs Into Tiger's Enclosure In Zoo

সংক্ষিপ্ত

গত রবিবার নিউ জার্সির কাম্বারল্যান্ড কাউন্টিপ কোজানচিক চিড়িয়াখানায় বাঘের খাঁচার মধ্যে ঢুকে গেল এক মহিলা। ভাইরাল হল সেই ভিডিও। 

 

আলিপুর চিড়িয়াখানার ছায়া এবার আমেরিকার নিউ জার্সিতে। একসময় বাঘের গলায় মালা পড়াতে গিয়ে প্রয়াত হয়েছিলেন এক যুবক। আলিপুর চিড়িয়াখানায় বেশ কয় বছর আগে ঘটে যাওয়া এই ঘটনার কথা সকলেরই জানা। এবার ঠিক এমনটাই ঘটল আমেরিকায়।

গত রবিবার নিউ জার্সির কাম্বারল্যান্ড কাউন্টিপ কোজানচিক চিড়িয়াখানায় বাঘের খাঁচার মধ্যে ঢুকে গেল এক মহিলা। তাঁর পরনে ছিল কালো টি শার্ট। আর সাদা স্কার্ট। বাঘের সামনে দাঁড়িয়ে তাকে বিরক্ত করতে দেখা গেল মহিলাকে। সাত বছর বয়সী এই বাঘটি। ৫০০ পাউন্ডের এই অতিকায় প্রাণীটিকে উত্যক্ত করে মেয়েটি। যা দেখে সে গর্জে ওঠে। আর এই সম্পূর্ণটা ধরা পড়েছে ভিডিও-তে।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বাঘের খাঁচায় ঢুকে পড়েছে একটি মেয়ে। বাঘটির সঙ্গে সে এমন কিছু করছে যে বিরক্ত হয়ে বাঘটি তার চারদিকে ঘুরছে। বাঘটি গর্জন করতেই মেয়েটিকে পালিয়ে যেতে দেখা যায়। বেশ দূর থেকে তোলা হয়েছে ভিডিওটি। তাই পুরো ছবি স্পষ্ট নয়।

 

 

আমেরিকার ব্রিজটন পুলিশ দফতর সূত্রে জানা গিয়েছে, মেয়েটির খোঁজ চলছে। কালো টপ ও সাদা শর্টস পরা মেয়েটি কারও পরিচিত নয়। সে কীভাবে সেখানে গেল তা জানার খোঁজ চলছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়েছে। ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে ভিউয়ার্স সংখ্যা। সকলেই চমক পেয়েছেন ভিডিও দেখে। উক্ত চিড়িয়াথানায় বাঘারে খাঁচার কাছে যাওয়া বারণ। সেখানে কীভাবে মেয়েটি বেড়া টপকে সেখানে প্রবেশ করল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ মেয়েটির খোঁজ চালাচ্ছেন। সকলেরই আশা তারা সফল হবেন।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার