Viral Video: নিজের মুখের ভেতরেই একের পর এক গুলি করলেন নিরাপত্তারক্ষী! কী ঘটল তারপর?

Published : Apr 06, 2023, 12:30 PM IST
African security guard shots in his mouth with rifle and gun and catch bullets with teeth

সংক্ষিপ্ত

একটি রাইফেল এবং হ্যান্ডগান নিজের মুখের কাছে ধরে আচমকাই হাঁ করলেন ওই নিরাপত্তারক্ষী। তারপর যা ঘটল, তা দেখে স্তব্ধ হয়ে গেলেন নেটিজেনরা।

‘লা টুইজি’ চ্যালেঞ্জ এখন আফ্রিকায় বহুল প্রচারিত। টিকটকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া জুড়ে ছেয়ে গিয়েছে আফ্রিকান তরুণ প্রজন্মের ‘লা টুইজি’ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের আসল উদ্দেশ্য হল, একটি মলের মধ্যে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেটা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি করা, তারপর সেখান থেকে চলে যাওয়া। সম্প্রতি এমনই কাণ্ডে অংশ নিতে দেখা গেল সেই দেশের এক নিরাপত্তারক্ষীকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আফ্রিকার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ লম্বা-চওড়া চেহারার এক নিরাপত্তারক্ষী তাঁর বেশ কয়েকজন বন্ধু বা সহকর্মীর সঙ্গে একটি ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বাদবাকি সকলে। ওই নিরাপত্তা রক্ষীর গায়ে আফ্রিকার সরকারি পোশাক, পকেটে দেখা যায় তাঁর আইডি কার্ডও। ভিডিওর শুরুতে তাঁর হাতে প্রথমে দেখা যায় একটি রাইফেল। আগ্নেয়াস্ত্রটির মুখ একেবারে নিজের মুখের ভেতরে নিয়ে হঠাতই গুলি করে বসেন ওই ব্যক্তি। এরপর ফের ওই একই রাইফেল নিয়ে নিজের মুখের মধ্যে আবার একটি গুলি ছোড়েন ওই ব্যক্তি।

এখানেই শেষ নয়। এরপর তিনি হাতে তুলে নেন একটি বন্দুক বা হ্যান্ডগান। সেটিকেও একইভাবে নিজের মুখের ভিতর ঢুকিয়ে গুলি করেন ওই ব্যক্তি। এই একের পর এক গুলি করা দাঁড়িয়ে দেখতে থাকেন তাঁর সঙ্গীরা। শুধু দেখাই নয়, তাঁরা ওই নিরাপত্তাকর্মীকে এই শুটআউট কাণ্ডে সাহায্যও করতে থাকেন। কিন্তু, এতগুলো গুলি ছোড়ার পর ওই কীর্তিমান ব্যক্তির কী হয়?

দেখা যায়, প্রত্যেকটি গুলির ছোড়ার পর মুখ দিয়ে সেই গুলির খোলস বের করে বাইরে মাটিতে ফেলে দিচ্ছেন ওই নিরাপত্তাকর্মী। একটি গুলির দ্বারাও তাঁকে আহত হতে দেখা যাচ্ছে না । এই কাণ্ড দেখার পরেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। স্বভাবতই এই ঘটনাকে ‘মিথ্যা’ বা ‘ভুয়ো’ বলে দাবি করেছেন অনেকে। অনেকে আবার এই কাণ্ডকে যথেষ্ট বিপজ্জনক বলে মনে করছেন। দেশের নিরাপত্তারক্ষী বা সেনাবাহিনীর কর্মী দ্বারা এমন ভয়ানক কীর্তি ঘটানো এবং প্রচার করার দরুন দেশের তরুণ বা শিশু সমাজের মধ্যে কোন শিক্ষার বিস্তার ঘটবে, তা নিয়ে যথেষ্ট চিন্তিত বিশেষজ্ঞ মহল। আফ্রিকান প্রশাসনের তরফে ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এই ঘটনার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
 

আরও পড়ুন-
মানুষের আসল ধর্ম কী? বিশেষ কয়েকটি শিক্ষার মাধ্যমে আমাদের বলে গেছেন ভগবান হনুমান
অরুণাচল প্রদেশ নিয়ে জেদি চিন, এবার ভারতের অধিকার নাকচ করে নামটাই বদলে ফেলার পরিকল্পনা
 PM Modi News: অস্কার বিজয়ী 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর সাক্ষী নরেন্দ্র মোদীও, ৯ এপ্রিল নীলগিরিতে প্রধানমন্ত্রী

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন