চরম আতঙ্কের মধ্যে সিট আঁকড়ে অক্সিজেন মাস্ক পরে বসে রইলেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও।
মাঝ আকাশে উড়ছে বিমান। আচমকা ঘটে গেল ভয়াবহ ঘটনা। উড়ন্ত বিমানের একটি জানলা ভেঙে উড়ে চলে গেল আকাশের ওপরেই। চরম আতঙ্কের মধ্যে সিট আঁকড়ে অক্সিজেন মাস্ক পরে বসে রইলেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও।
-
৫ জানুয়ারি, শুক্রবার এই ঘটনাটি ঘটেছে আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানের মধ্যে। বিমানের জানালা উড়ে যাওয়ার পরেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করার ব্যবস্থা করতে থাকেন চালক। মাঝ আকাশে জানলা উড়ে চলে যাওয়ায় হাওয়ার তীব্রতা এতটাই বেশি ছিল যে, হাওয়ার দাপটে এক শিশুর পরনের জামাও ছিঁড়ে যায়।
-
আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট 1282কে শুক্রবার রাতে জরুরি অবতরণ করানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটি পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারিও -তে যাচ্ছিল বলে জানা গেছে।
প্রায় ১৬ হাজার ৩০০ ফুট উচ্চতায় থাকাকালীন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয় আলাস্কার বিমানটি। পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর প্রত্যেক যাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।