আমার আমার মধ্যেই ছদ্মবেশে ঘুরে-বেড়াচ্ছে এলিয়েন! হাড় হিম করা তথ্য জানাল বিজ্ঞানীরা।
হয়তো আপনি অফিসে যাচ্ছেন আপনার পাশেই বসে রয়েছে এলিয়েন, কিন্তু আপনি ধরতেই পারছেন না। এমন ভাবেই মানুষের মধ্যেই লুকিয়ে রয়েছে এলিয়েনরা, এমনই জানিয়েছে বিজ্ঞানীরা।
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন খুব ভালভাবেই পৃথিবীতে মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছেন এলিয়েনরা । বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রাম’ এর গবেষকরা এমনই দাবি করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, “পৃথিবীতেই রয়েছে আমাদের বহু-প্রত্যাশিত এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীরা। তবে আমরা তাদের চিনতে পারছি না। কারণ তারা ছদ্মবেশে থাকছে। হয়তো মানুষের বেশেই রয়েছে তারা। তাই তাদের চিনতে আরও অসুবিধা হচ্ছে আমাদের”
এই গবেষণায় ইউএফও নিয়েও বেশ কিছু তথ্য সামনে এসেছে। এই ফ্লাইং অবজেক্টও যো পৃথিবীতে প্রায়ই দেখা যায় তাও জানিয়েছেন হাভার্ড-এর বিজ্ঞানীরা।
‘ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল’ এর ধারণা দিয়েই পৃথিবীতে রয়েছে ভীনগ্রহীরা। হয়তো বাড়ি কিনেও বসবাস করছে।
তবে হাভার্ড-এর এই গবেষণা নিয়ে সমালোচনাও করেছেন বেশ কিছু বিজ্ঞানী। তবে পৃথিবীতে খুঁজে পাওয়া এলিয়েনের দেহ, হঠাৎ আকাশে কোনও যানবাহন দেখতে পাওয়াকে একেবারেই ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।