Israel War Exclusive: 'পরিস্থিতি খারাপ, ৪৮ ঘন্টার মধ্যে যা খুশি হতে পারে,' আতঙ্কে ইজরায়েলে থাকা ভারতীয় মহিলা

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে যেভাবে হামলা চালিয়েছিল হামাস, সেই ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে ফের ইরানের দিক থেকে হামলা শুরু হয়েছে। ফলে ইজরায়েলের পরিস্থিতি থমথমে।

যে কোনও সময় সরকারিভাবে ইজরায়েল-ইরান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বিদেশমন্ত্রক থেকে ভারতীয়দের ইজরায়েল ও ইরানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এখন যে ভারতীয়রা এই দুই দেশে আছেন, তাঁদের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। যুদ্ধ শুরু হয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। তখন দেশে ফেরাও কঠিন হয়ে যেতে পারে। এই কারণে সেখানে থাকা ভারতীয়রা যেমন চিন্তিত, তেমনই দেশে থাকা তাঁদের আত্মীয়-পরিজনরাও উদ্বেগে। ইরানের চেয়ে ইজরায়েলে থাকা ভারতীয়র সংখ্যা বেশি। স্বাভাবিকভাবেই তেল আভিভ বা অন্যান্য অঞ্চলগুলিতে থাকা ভারতীয়দের নিয়ে বিদেশমন্ত্রক ও ভারতীয় দূতাবাসও চিন্তিত।

এখন তেল আভিভের পরিস্থিতি কী?

Latest Videos

ইজরায়েলে থাকা এক ভারতীয় মহিলা এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, ‘এখানে পরিস্থিতি খারাপ। ৪৮ ঘন্টার মধ্যে যা খুশি হতে পারে আবার। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা আছে। একমাস মোটামুটি চুপচাপ ছিল। এখন যুদ্ধ হবেই। দূতাবাস আমাদের সতর্ক করে রেখেছে। এখানে অঞ্চলের অনেকগুলো বিভাগ আছে। মাঝখানে যে অঞ্চল মানে তেল আভিভ, পেটা টিকভা, হার্জেলিয়া এগুলো নিরাপদ জায়গা। কিন্তু উত্তর আর দক্ষিণে বম্বিং বন্ধই হয়নি কখনও। নিয়মিত চলছিল। জেরুজালেমে রাস্তায় যাকে তাকে ছুরি দিয়ে আঘাত করছিল আরবরা। সেনাবাহিনী তাদের গুলি করলে তাই নিয়ে আবার গোলমাল চলছিল। আরও গন্ডগোল। আমাদের অঞ্চল মোটামুটি নিরাপদ। আগের যুদ্ধের সময়েও খুব একটা রকেট হামলা করতে পারেনি৷ একটা-দুটো পড়েছিল আমাদের বাড়ির কাছ।’

ইরানের হামলা সামাল দিতে পারবে ইজরায়েল?

ইজরায়েলে থাকা এই ভারতীয় মহিলা জানিয়েছেন, ‘ইজরায়েলের ডিফেন্স বাজেটেরও তো লিমিট আছে। যতদূর জানি আয়রন ডোম্ব দিয়ে একটা রকেট ধ্বংস করতে ৫০,০০০ ডলার খরচ হয়। সেখানে ওদের রকেটের গড় খরচ ৫০ ডলার। বুঝতেই পারছেন অসম যুদ্ধ। ২১ মিনিট আগেও রকেট হামলা হয়েছে। বাইরে থেকে কেউই আসল সিচুয়েশন বোঝে না। টিভিতে যা দেখায় সেটা পুরোপুরি কনফ্রন্টেশন লাইনের পরিস্থিতি। বাকি দেশে এখনও সবাই স্বাভাবিকভাবেই আছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আঁচে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা! ইয়েমেনে একসঙ্গে হামলা করল আমেরিকা ও ব্রিটেন

ইজরায়েল-হামাস যুদ্ধের ভুয়ো তথ্য? এলন মাস্কের প্ল্যাটফর্ম 'এক্স'-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল ইউরোপিয়ান ইউনিয়ন

ইজরায়েল-প্যালেস্টাই যুদ্ধে করুণ পরিণতি, হামাসের পণবন্দি ১০ মাসের শিশু নিহত বোমার আঘাতে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sundarbans-এর প্রবেশপথে নাকা তল্লাশি! Javed Munshi কাণ্ডের পর সতর্ক প্রশাসন | Canning News Today
‘Bangladesh-এর বুদ্ধি চিরকালই একটু কম’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর | Dilip Ghosh News Today
আচমকাই মমতার চালু করা লোকাল ট্রেন বন্ধ করে দিল রেল! বিক্ষোভ বেচারামের | Singur News Today
'সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী পিঠা খেয়ে সব ভুলে যেতে বলছেন' চরম আক্রমণ শুভেন্দুর | Suvendu Adhikari
মুখ্যমন্ত্রীর দিন কী তাহলে শেষ? Suvendu Adhikari-র মোক্ষম দাওয়াই Mamata Banerjee-কে!