পৃথিবীর কাছেই জোড়া নক্ষত্রকে ঘুরপাক খাচ্ছে কয়েকটি গ্রহ! নতুন আবিষ্কারে অবাক বিজ্ঞানীরা

Published : Apr 18, 2025, 04:32 PM IST

Strange binary stars: একটা নয় একই সঙ্গে দুটি নক্ষত্রকে পাক খেয়ে চলেছে কয়েকটি গ্রহ। এমনই অদ্ভূদ জোড়া নক্ষত্রের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। 

PREV
110
জোড়া নক্ষত্র

একটা নয় একই সঙ্গে দুটি নক্ষত্রকে পাক খেয়ে চলেছে কয়েকটি গ্রহ। এমনই অদ্ভূদ জোড়া নক্ষত্রের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

210
নতুন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি গ্রহ খুঁজে পেয়েছেন যা বিরল জোড়া অদ্ভুত নক্ষত্রের চারপাশে ৯০ ডিগ্রি কোণে প্রদক্ষিণ করে। এই প্রথমবার এমন মেরু গ্রহগুলির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

310
আবিষ্কার হয়েছে

ইউরোপীয় দক্ষিণী পর্যবেক্ষণকারী খুব বড় টেলিস্কোর (VLT) ব্যবহার করে এই আশ্চার্যজনক আবিষ্কার সম্ভব হয়েছে। যা অনেকটা মিলে যায় স্টার ওয়ার্স ওয়ার্ল্ড ট্যাটুইনের সঙ্গে।

410
গ্রহের কক্ষতল

এই গ্রহগুলি সাধারণ এমন কক্ষপথে ঘুরছে যা মূল নক্ষত্রগুলির সঙ্গে একই সমতলে একে অপরকে প্রদক্ষিণ করে। অর্থাৎ গ্রহগুলি যেমন জোড়া নক্ষত্রকে পাক খাচ্ছে, তেমনই জোড়া লক্ষত্রও একে অপরকে পাক খাচ্ছে।

510
মেরু গ্রহ

তবে এখনও পর্যন্ত মেরু গ্রহগুলির অস্বিস্ত্ব স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে। আগে বিজ্ঞানীরা মনে করছেন বাইনারি নক্ষত্রের চারপাশে লম্বভাবে বা মেরুকক্ষপথে ঘুরছে গ্রহগুলি।

610
গবেষণাপত্র প্রকাশ

ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থমাস বেক্রফ্ট এই গবেষণার সঙ্গে যুক্ত। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্স-এ। তিনি জানিয়েছেন, জোড়া নক্ষত্রের সন্ধান পেয়ে তারা খুবই উত্তেজিত।

710
নক্ষত্রের নামকরণ

2M1510 (AB) b নাম রাখা হয়েছে। গবেষকদের কথায় নক্ষত্রের সব সংজ্ঞা মিললেও দুটির আয়তন খুবই ছোট।

810
পৃথিবী থেকে দেখা যায়

বিজ্ঞানীরা জনিয়েছেন, দুটি বাদামী পৃথিবী থেকে দেখা যায়। একে অপরের গ্রহণ প্রক্রিয়াও তৈরি করে। জ্যোতির্বিজ্ঞানীরা এই ঘটনাকে গ্রহণকারী বাইনারি বলে।

910
অধ্যাপকের বার্তা

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাউরি ট্রায়াড বলেছেন, 'একটি গ্রহ কেবল একটি বাইনারি নয়, একটি বাইনারি বাদামী বামনকে প্রদক্ষিণ করছে, সেইসাথে একটি মেরু কক্ষপথে থাকা বেশ অবিশ্বাস্য এবং উত্তেজনাপূর্ণ'।

1010
সন্ধান পাওয়া গেছে

চিলির প্যারানাল অবজারভেটরিতে ESO-এর VLT-তে আল্ট্রাভায়োলেট এবং ভিজ্যুয়াল এচেল স্পেকট্রোগ্রাফ (UVES) যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ সংগ্রহ করে দুটি বাদামী বামনের কক্ষপথ এবং ভৌত পরামিতিগুলি পরিমার্জন করার সময় দলটি এই গ্রহটি খুঁজে পেয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories