তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কমছে অক্সিজেন, শেষ হয়ে আসছে সময়, পৃথিবী ধ্বংসের দিনক্ষণ জানালেন নাসার বিজ্ঞানীরা

Published : Apr 18, 2025, 12:31 PM IST

Earth End: বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবী ধ্বংসের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করেছেন।  গবেষণা অনুযায়ী, নির্দিষ্ট বছর পর পৃথিবীতে জীবন টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। সূর্যের ব্যাসার্ধ বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং অক্সিজেনের পরিমাণ হ্রাস পাবে।

PREV
111

ক্রমে বাড়ছে ভূমিকম্পের (earthquakes) ঘটনা। বাড়ছে গরমের তীব্রতা। পৃথিবী ধ্বংসের এটি কি আগাম ইঙ্গিত? প্রশ্ন সকলের মনে।

211

পৃথিবী যে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ রয়েছে একাধিক। বিশ্ব উষ্ণায়ণ, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এর প্রমাণ।

411

পৃথিবী ধ্বংস প্রসঙ্গে এক চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা (Scientist)। সম্প্রতি তারা জানান কত দিন পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

511

নাসার বিজ্ঞানীরা জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষণদের সঙ্গে গবেষণা করে পৃথিবী (Earth) ধ্বংসের দিন খুঁজে বের করেছেন।

611

সুপার কম্পিউটার (Computer) ও বিভিন্ন গাণিতিক মডেল ব্যবহার করে পৃথিবী ধ্বংসের দিন খুঁজে বের করেছেন। সদ্য তা এল প্রকাশ্যে।

711

বিজ্ঞানীরা (Scientists) দাবি করেছে, ১ বিলিয়ন বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর পৃথিবীতে জীবন টিকে থাকার মতো পরিস্থিতি থাকবে না।

811

হিসেব অনুসারে, ৯৯৯,৯৯৯,৯৯৬ সালের মধ্যে পৃথিবীতে জীবন অত্যন্ত কঠিন হয়ে উঠবে এবং ১,০০০, ০০২, ০২১ সালের মধ্যে পৃথিবী থেকে সমস্ত জীবন অদৃশ্য হয়ে যাবে।

911

সূর্যের ব্যাসার্ধ বাড়ার সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বাড়বে। ফলে বাতাসের মান খারাপ হবে। বাতাসে অক্সিজেন কমে যাবে।

1011

বিজ্ঞানীরা দাবি করেছেন, মানুষের কারণে জলবায়ু পরিবর্তন (Climate Change) হচ্ছে। প্রযুক্তি উন্নতি দ্বারা পরিবর্তন নিয়ন্ত্রণ করা সম্ভব।

1111

মানুষের জন্য নতুন জীবন ও কৃত্রিম পরিবেশ তৈরি করে মানুষকে বাঁচানো যেতে পারে বলে দাবি বিজ্ঞানীদের।

click me!

Recommended Stories