
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে সোমবার মধ্যরাতে একটি যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাসে ৩৪ জন যাত্রী ছিল। বাকিদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্রেন এনে শুরু হয়েছে উদ্ধারকাজ।
ইন্দোনেশিয়ার অঅনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনোর মতে বাসে ৩৪ জন যাত্রী ছিল। বাসটি টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটি কংক্রিটের বাধায় ধাক্কা খায়। তারপর পাশে উল্টে যায়। তিনি আরও জানিয়েছেন, বাসটি রাজধানী জাকার্তা থেকে যোগকার্তা যাচ্ছিল। মধ্য জাভার সেমারাং শহরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি তীব্র গতিতে যাচ্ছিল। সেই সময় একটি বাঁক নিতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে যায়। বাসে থাকা যাত্রীরা ছিটকে যায়। অনেকেই বাসের সঙ্গে ঝুলছিল। এই পরিস্থিতিতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১০ জনের মারা যায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পরে ঘটনাস্থলে এসেছিল পুলিশ আর উদ্ধারকারী দল। আহতদের ১৮ জন যাত্রীর মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।