প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খেলা দেখার মজাই আলাদা- বিশ্বকাপ ফাইনালের মুহুর্ত শেয়ার করলেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী

নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। বিশ্বকাপ ফাইনালের ম্যাচে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে ম্যাচের শেষ এক ঘন্টা উপভোগ করেন।

রবিবার ফাইনালে ৬ উইকেটে জয় পেয়েছে প্যাট কামিন্সের দল। শতরান করলেন ট্রেভিস হেড। অপরাজিত অর্ধশতরান করলেন মার্নাস লাবুশেন। ৭ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। এবারের ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত টানা ১০ ম্যাচে জয় পায় ভারত। এই ১০ ম্যাচে কোনও দলই ভারতকে অলআউট করতে পারেনি। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ওডিআই বিশ্বকাপ খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা। কিন্তু ফাইনালে হেরে যাওয়ায় পরপর ১০ ম্যাচে জয়ের কোনও মূল্য থাকল না।

তবে এই ম্যাচের নানা মুহুর্ত ক্যামেরাবন্দি হয়েছে। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। নানা ছবিও ভাইরাল হয়েছে। তেমনই নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। বিশ্বকাপ ফাইনালের ম্যাচে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে ম্যাচের শেষ এক ঘন্টা উপভোগ করেন। মোদীর সঙ্গে বসে খেলা দেখার মজা আলাদা বলে তিনি উল্লেখ করেছেন। সুন্দর একটি ছবিও নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার) -এ শেয়ার করেছেন।

Latest Videos

 

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস রবিবার এখানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের শেষ ঘন্টা দেখতে এসেছিলেন। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্টেডিয়ামে বসে থাকতে দেখা গেছে মোদীকে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল দেখতে রবিবার সন্ধ্যায় মোদী এবং মার্কলস আলাদাভাবে আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছেছিলেন। সেখান থেকে স্টেডিয়ামে যান। পাশে বসে খেলা দেখেন। ক্যামেরায় তাঁদের মুহুর্ত ধরা পড়েছে। সেই ছবিই শেয়ার করেছেন মার্লেস।

আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia