নেতানিয়াহুর কার্যালয় আরও বলেছে, হুথিরা আরও একটি জঙ্গি গোষ্ঠী। যা বিশ্বের কাছে ইরানের সন্ত্রাসবাদের প্রতিনিধিত্ব করে। তবে ইরানের এই জঙ্গিগোষ্ঠী শিপিং রুটের আন্তর্জাতিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে।
তুরস্ক থেকে ভারতে আসছিল একটি পণ্যবাহী জাহাজ। সেই জাহাজটি হাইজ্যাক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তেমনই দাবি করেছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যলয় জানিয়েছে গ্যালাস্কি লিডার বোর্ডে কোনও ভারতীয় নেই। জাগজে ৫০ জন ক্র আর সদস্য ছিল। জাহাজ যে ছিনতাই রয়েছে তা ও নিশ্চিত করেছে ইজরায়েলের সেনা বাহিনী।
ইজরায়েল রবিবার অভিযোগ করেছে, ইয়েমেনের হুথি মিলিশিয়া গোষ্ঠী দক্ষিণ লোহিত সাগর থেকে একটি ব্রিটিশ মালিকানাধীন ও জাপানি চালিত পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করেছে। তেল আবিব আরও বলেছে, এটি ইরানের সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাজ। বিশ্বের কাছে একটি একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, তেরহানের মিত্র হল ইমেনের হুথি জঙ্গিগোষ্ঠী। সেখানে আরও বলা হয়েছে জাহাজে ইজরায়েলের কোনও নাগরিক ছিল না।
নেতানিয়াহুর কার্যালয় আরও বলেছে, হুথিরা আরও একটি জঙ্গি গোষ্ঠী। যা বিশ্বের কাছে ইরানের সন্ত্রাসবাদের প্রতিনিধিত্ব করে। তবে ইরানের এই জঙ্গিগোষ্ঠী শিপিং রুটের আন্তর্জাতিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে।
কার্গো জাহাজটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন। একটি জাপানি ফার্ম এটি পরিচালনা করে। জাহাজটি ভারতের দিকে আসছিল। ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন জাহাজগুলিকে টার্গেট করবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল। ইজরায়েলি বহিনী প্যালেস্টাইনের ওপর অগ্রাসন বন্ধ না করলে হুথি জঙ্গিরা এজাতীয় ক্রিয়াকলাপ চালিয়ে যাবে বলেও জানিয়ে দিয়েছে। পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালান হবে বলেও জানিয়েছে।
হুথি জঙ্গিরা ইরানের সমর্থনে ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এখন তাদের হাতেই দেশের বিরাট তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে হুথিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরসাহীতেও হামলা চালিয়েছিল।