ভারতের কোথায়, কেমন আছেন শেখ হাসিনা? তাঁর সঙ্গে দেখা করে জানলেন আওয়ামি লিগ নেতারা

Published : Jan 31, 2026, 11:36 AM IST

Sheikh Hasina: কেমন আছেন শেখ হাসিনা? কোথায় আছেন তিনি? প্রায় দেড় বছর তিনি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতের গোপন আস্তানায়। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন আওয়ামি লিগ নেতারা। তারাই জানিয়েছেন হাসিনার জীবনধারা সম্পর্কে। 

PREV
15
ভারতে শেখ হাসিনা

এক বছরেরও বেশি সময় হয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন। বাংলাদেশের জুলাই বিপ্লবের পরই দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে আর দেশে ফিরতে পাননি তিনি। বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে তিনি রয়েছেন গোপন ডেরায়। সম্প্রতি সেখানেই গিয়েছিলেন আওয়ামি লিগের পাঁচ নেতা। তাঁরাও বর্তমানে দেশ ছাড়া। রয়েছেন ব্রিটেনে।

25
আওয়ামি লিগ নেতাদের দাবি

ব্রিটেনের আওয়ামি লিগের কয়েক জন নেতা সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারপরই তাঁরা ভারতের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা দাবি করেছেন, নিরাপত্তায় মুড়ে হাসিনাকে রাখা হয়েছে একটি বিলাসবহুল প্রাসাদে। হাসিনা স্বচ্ছন্দে রয়েছেন। হাসিনার জীবনযাত্রারও বর্ননা দিয়েছেন তাঁরা।

35
আওয়ামি লিগ নেতাদের ভারত সফর

প্রতম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে ব্রিটেনের আওয়ামি লিগের পাঁচ নেতা এক সপ্তাহের সফরে দিল্লি এসেছিলেন। গত ২১ জানুয়ারি হাসিনার সঙ্গে দেখা করেন। দলনেত্রীর সঙ্গে ৫ ঘণ্টা সময় কাটান। ২৬ জানুয়ারি লন্ডনে ফিরে যান। লিগের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, ব্রিটেনের যুব লিগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান দেখান করেন। তাঁরাই ভারতে আশ্রিত হাসিনার জীবনধারার বিস্তারিত বর্ননা দিয়েছেন।

45
কোথায় আছেন হাসিনা?

আওয়ামি লিগ নেতাদের কথায় একটি প্রাসাদসম বাড়িতে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর জন্য কয়েকজন সহায়তা কর্মীনিয়োগ করা হয়েছে। হাসিনার সঙঅগে নিয়মিত যোগাযোগ রাখেন তাঁর বোন শেখ রেহানা। হাসিনার অনুমতির পরই লিগ নেতাদের ভিরতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। নিরাপত্তা বাহিনীর গাড়িতে তাদের নিয়ে যাওয়া ও ফিরিয়ে দেওয়া হয়েছিল। মোবাইল ফোন-সহ কোনও ব্যক্তিগত গেজেট নিয়ে যেতে দেওয়া হয়নি।

55
কেমন আছেন হাসিনা ?

আওয়ামি লিগ নেতাদের কথায় বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। আত্মবিশ্বাসী আর প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক অসুস্থতা চোখে পড়েনি। হাসিনা রোগা হয়েগেছেন বলেও তাঁরা মনে করছেন। আওয়ামি লিগের সদস্যরা যতক্ষণ হাসিনার বাড়িতে ছিলেন ততক্ষণই হাসিনা তাদের সঙ্গ দিয়েছেন। কথা বলেছেন, আগামীর পরিকল্পনাও করেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories