Maldives New Smoke Rules: ধূমপান মুক্ত দেশ গড়তে এবার অভিনব উদ্যোগ নিলেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান মহম্মদ মুইজ্জু। ২০০৭ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিরা ধূমপান করলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা। আর কী নতুন নিয়ম লাগু হল দ্বীপ রাষ্ট্রে?
তামাকজাত দ্রব্য বিক্রি এবং সেবন রুখতে মালদ্বীপ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একটি বিশেষ উদ্যোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহম্মদ মুইজ্জু সরকারের স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এবার থেকে মালদ্বীপে চাইলেও ধূমপান করতে পারবেন না ২০০৭ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিরা। ধূমপান করে ধরা পড়লেই দিতে হবে মোটা টাকা জরিমানা। সূত্রের খবর, এই দ্বীপরাষ্ট্রকে ধূমপান মুক্ত এবং জনমানষে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
25
ধূমপান করলেই জরিমানা
এই বিষয়ে মুইজ্জু প্রশাসনের তরফে আরও জানা গিয়েছে যে, মালদ্বীপে ২০০৭ সালের ১ জানুয়ারি কিংবা তারপর জন্ম নেওয়া কেউ চাইলেও ধূমপান করতে পারবেন না। জনস্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মালদ্বীপ সরকার। তবে শুধু দেশের নাগরিকদের জন্যই নয়। এবার স্বপ্নের মালদ্বীপ ঘুরতে গিয়ে ধূমপান করতে পারবেন না দেশ-বিদেশের পর্যটকরাও। এছাড়াও, সব বয়সের নাগরিকদের জন্য বৈদ্যুতিক সিগারেটের সেবন, বিক্রি ও আমদানিকেও নিষিদ্ধ করেছে মুইজ্জু সরকার।
35
হঠাৎ কেন এই নিয়ম?
জানা গিয়েছে, ২০০৭ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিরা এখনও প্রাপ্ত বয়স্ক হওয়ার পথে। আর এই সময়েই তাদের মধ্যে ধূমপান করার নেশা জাগে। ফলে এই প্রজন্মকে তামাক মুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে সারা মালদ্বীপজুড়ে আগেই কার্যকর করে দেওয়া হয়েছে নতুন এই নিয়ম।
45
ধূমপান করে ধরা পড়লেই জরিমানা
আরও জানা গিয়েছে যে, মালদ্বীপে কেউ এবার থেকে ধূমপান করে ধরা পড়লে তাকে গুনতে হবে মোটা টাকা জরিমানা। এছাড়াও তামাকজাত যে কোনও ধরনের পণ্য আমদানি ও বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই দ্বীপ অঞ্চলে। একই নিয়ম লাগু হবে পর্যটক ও বিক্রেতা-ব্যবসায়ীদের জন্যও।
55
কত টাকা জরিমানা লাগবে?
এবার থেকে মালদ্বীপে কেউ ধূমপানরত অবস্থায় ধরা পড়লে তাকে জরিমানা হিসেবে দিতে হবে ৫ হাজার রুফিয়া যা ভারতীয় মুদ্রায় ২৮ হাজার টাকা ক্ষতিপূরণ। এছাড়াও কেউ নিষিদ্ধ এই তামাকজাত পণ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়লে তাকে গুনতে হবে ৩ হাজার ২০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। এবং মালদ্বীপের মুদ্রায় যা ৫০ হাজার রুফিয়ার সমান।