একটানা বৃষ্টি-তুষারপাতে ব্যাহত উড়ান পরিষেবা, নেপালে এভারেস্ট সফরে গিয়ে আটকে বহু পর্যটক

Published : Nov 02, 2025, 08:56 AM IST

Nepal Heavy Rainfall: নেপালে  বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। যারফলে কাঠমাণ্ডুতে ঘুরতে গিয়ে সেখানে আটকে পড়েছে কয়েক-শো পর্যটক। কী অবস্থা ভারতের পড়শী দেশের? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
নেপালে বিপত্তি

একটানা তুষার ঝড়ে নেপালে বিপত্তি। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নেপালের এভারেস্টে গিয়ে ওই এলাকায় আটকে পড়েছেন কয়েক শো পর্যটক। একদিনে টানা বৃষ্টি  তার উপর তুষার ঝড়ে  কমে গিয়েছে দৃশ্যমানতা। যারফলে বাতিল একের পর এক উড়ান। আতান্তরে ঘুরতে যাওয়া পর্যটকরা। 

25
নেপালে প্রতিকূল আবহাওয়া

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, নেপালে প্রতিকূল আবহাওয়ার কারণে লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে গত তিন দিন ধরে উড়ান পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। একে অবিরাম ভারী বৃষ্টি, সঙ্গে মেঘলা আকাশ এবং কুয়াশার জেরে বিমানবন্দরের আশপাশের এলাকায় দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছে বলে জানানো হয়েছে। 

35
লুকলায় আটকে পর্যটকরা

নেপাল সরকার সূত্রে খবর, গত বৃহস্পতিবার থেকে একটানা অবিরাম বৃষ্টির জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা। যারফলে বন্ধ রাখা হয়েছে লুকলা প্রবেশদ্বার।  আর এই লুকলা দিয়েই মাউন্ট এভারেস্ট যেতে  হয় পর্যটকদের। ফলে এই রুটে বিমান পরিষেবা স্থগিত থাকায় আচমকা বিপাকে পড়েছেন পর্যটকরা। 

45
পর্যটনের মরশুমে স্থগিত বিমান পরিষেবা

এই বিষয়ে সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা বলেন, ‘’একটানা বৃষ্টির কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তাঁরা কাঠমান্ডুতে যাওয়ার কোনও উড়ান পাননি।''

55
কবে থেকে হাওয়া বদল হবে?

এদিকে নেপালের লুকলা বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, প্রায় ১৫০০ পর্যটক তাদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উড়ান বাতিল হওয়ায় তারা সকলেই লুকলায় আটকে পড়েছেন। তবে এখনই যে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না সে কথা জানিয়েছে নেপাল আবহাওয়া দফতর।

Read more Photos on
click me!

Recommended Stories